Brazil Cyclone: ভয়ংকর ঘূর্ণিঝড়ে মৃত ১১, নিখোঁজ বহু! দুর্গতদের সংখ্যার শেষ নেই...
Brazil Cyclone: ধুয়ে-মুছে গিয়েছে আস্ত এক শহর, মৃত অনেকে, নিখোঁজ আরও বেশি। ব্রাজিলের অন্য নাম এখন বিপর্যয়। নিখোঁজদের সন্ধান পেতে হেলিকপ্টার মারফত অভিযান চালানো হচ্ছে। উদ্বিগ্ন সংশ্লিষ্ট অঞ্চলের গভর্নর। ব্রাজিলে প্রায়ই ভয়াবহ বন্যা হয়। কয়েক দশক ধরে ঘটা বিভিন্ন বন্যায় দেশটির ব্যাপক ক্ষতি হয়েছে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ধুয়ে-মুছে গিয়েছে আস্ত এক শহর, মৃত অনেকে, নিখোঁজ আরও বেশি। ব্রাজিলের অন্য নাম বিপর্যয়। ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রিও গ্রান্দে দো সুল রাজ্যে শুক্রবার এক ঘূর্ণিঝড় হয়। ভয়ংকর সেই ঝড়ে কমপক্ষে ১১ জনের মৃত্যু ঘটেছে। নিখোঁজ অনেকেই। ক্ষতিগ্রস্ত শহরগুলির অনেক বাসিন্দাই তাঁদের এলাকার স্পোর্টস সেন্টারগুলিতে আশ্রয় নিয়েছেন। কয়েকটি এলাকায় ভূমিধস হতে পারে উল্লেখ করে কর্তৃপক্ষ সতর্কতাও জারি করেছে। দ্রুত গতিতে উদ্ধারকাজ চলছে।
আরও পড়ুন: Hottest June: এত উষ্ণ জুন এর আগে কখনও আসেনি! বিস্মিত বিশ্ব জোড়া আবহাওয়াবিদেরা...
রিও গ্রান্দে দো সুল রাজ্য সরকারের দেওয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঘূর্ণিঝড়ের কারণে সেখানে মুষলধারে বৃষ্টি হচ্ছে। নিখোঁজদের সন্ধান পেতে হেলিকপ্টার মারফত অভিযান চালানো হচ্ছে। ঘূর্ণিঝড়ের কারণে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হওয়া শহরগুলির একটি কারা। এই শহরটিতে আট হাজারের বেশি মানুষের বসবাস।
রিও গ্রান্দে দো সুলের গভর্নর এদুয়ার্দো লেইতে দুর্গত এলাকা পরিদর্শন করেছেন। তিনি বলেছেন, কারা এলাকার পরিস্থিতি নিয়ে তাঁরা অত্যন্ত উদ্বিগ্ন। বলেছেন, পরিকল্পিতভাবে দ্রুত ক্ষতিগ্রস্ত এলাকাগুলি চিহ্নিত করতে হবে এবং সবার আগে কাদের সহযোগিতা প্রয়োজন, সেটা শনাক্ত করতে হবে। গভর্নর এদুয়ার্দো আরও বলেছেন, গত দুদিনে ২৪০০ মানুষকে ইতিমধ্যেই উদ্ধার করা গিয়েছে!
এদুয়ার্দো লেইতের মতে-- এই মুহূর্তে তাঁদের লক্ষ্য, যে করে হোক মানুষের জীবন বাঁচানো। আটকে পড়া মানুষদের উদ্ধারকাজ তাই যথাশক্তিতে চলছে। নিখোঁজ মানুষদের অবস্থান শনাক্ত করার চেষ্টা চলছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সব ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে।