দ্বিতীয়বারের জন্য ডেমক্র্যাটদের তরফে প্রেসিডেন্ট প্রার্থী পদে ওবামা
আনুষ্ঠানিক ভাবে দ্বিতীয় বারের জন্য আমেরিকার প্রেসিডেন্ট পদের মনোনয়ন পত্র গ্রহন করলেন বারাক হুসেন ওবামা। ভারতীয় সময় শুক্রবার সকালে উত্তর ক্যারোলিনার শার্লটে ডেমোক্র্যাটদের জাতীয় সম্মেলনে প্রার্থী হিসেবে ওবামার নাম ঘোষণা করলেন প্রাক্তন ইউএস প্রেসিডেন্ট বিল ক্লিন্টন। ডেমোক্র্যাটদের তরফে ভাইস প্রেসিডেন্ট পদে ফের লড়বেন জো বিডেন।
আনুষ্ঠানিক ভাবে দ্বিতীয় বারের জন্য আমেরিকার প্রেসিডেন্ট পদের মনোনয়ন পত্র গ্রহন করলেন বারাক হুসেন ওবামা। ভারতীয় সময় শুক্রবার সকালে উত্তর ক্যারোলিনার শার্লটে ডেমোক্র্যাটদের জাতীয় সম্মেলনে প্রার্থী হিসেবে ওবামার নাম ঘোষণা করলেন প্রাক্তন ইউএস প্রেসিডেন্ট বিল ক্লিন্টন। ডেমোক্র্যাটদের তরফে ভাইস প্রেসিডেন্ট পদে ফের লড়বেন জো বিডেন।
প্রেসিডেন্ট প্রার্থী পদে নির্বাচিত হওয়ার পর তাঁর বক্তৃতার সন্ধিক্ষণে ওবামা দ্ব্যার্থহীন ভাষায় জানালেন, " আমাদের পথটা কঠিন। কিন্তু এই পথ উন্নততর এক ভবিষ্যতের দিক নির্দেশ করে। আমাদের সব সমস্যারই সমাধান সম্ভব। নিজেদের ভুলগুলো শুধরিয়েই আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে।`` আর্থিক মন্দা, বেকারত্ব সমস্যা, `ভ্রান্ত` বিদেশ নীতিকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরেই জর্জরিত পৃথিবীর বৃহত্তম অর্থনীতি মার্কিন যুক্তরাষ্ট্র। পাঁচ বছর আগে যে বিপুল জনপ্রিয়তা সঙ্গে করে নির্বাচিত হয়ে এসেছিল ওবামা প্রশাসন, তাতে এখন ভাঁটার টান। নিজের দিকে জমে থাকা সব সমালোচনার উত্তর দিতে দলের জাতীয় সম্মেলনের `পোডিয়াম` কেই বেছে নিলেন মার্কিন প্রেসিডেন্ট। সঙ্গে তাঁর ভোটারদের উদ্দেশ্যে ছুঁড়ে দিলেন একগুচ্ছ প্রতিশ্রুতি। বললেন `` ২০০৮ সালে যে অর্থনৈতিক মন্দার সম্মুখীন হয়েছিল তা শুধুমাত্র ১৯৩৩ র রুজভেল্টের সময়কার মন্দার সাথেই তুলনীয়। গত চার বছরে সেই মন্দা কাটিয়ে মার্কিন অর্থনীতি এখন অনেকটা সচল। তবে আগামী চার বছরে কিছু কঠিন সিধান্ত নিতে হবে আমাদের। চাকরি, অর্থনীতি, পারমানবিক শক্তি, শিক্ষা, যুদ্ধ এই প্রত্যেকটি বিষয়ে নেওয়া সিদ্ধান্ত আসছে কয়েক দশক মার্কিন যুক্তরাষ্ট্রের আগামী প্রজন্মের ভবিষ্যত গড়ে তুলবে। তবে সরকার বদলালেই সব সমস্যার সমাধান হয়েনা`` রিপাবলিকানদের প্রতি আক্রমণত্মক ভঙ্গীতে ওবামা জানিয়েছেন ``রিপাবলিকানরা শুধু প্রতিশ্রুতি দেয়, আর ডেমক্র্যাটরা তা পালন করে``। এর সাথেই লাদেন হত্যা এবং আলকায়েদার গোষ্ঠীর `ক্ষমতা হ্রাস`কে নিজের শাসনকালের কৃতিত্ব হিসাবে দাবি করেছেন আমেরিকার প্রথম কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতি। ক্ষমতায় পুননির্বাচিত হলে দেশকে খনিজ তেলে দেশকে স্বয়ং সম্পূর্ণ করে তোলার আশ্বাসও দিয়েছেন তিনি।
আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচন আর মাত্র মাস দু`য়েক দুরে। এর মধ্যেই সাম্প্রতিক সমীক্ষা অনুযায়ী রিপাবলিকান প্রার্থী মিট রোমানি বেশ কয়েক কদম পিছনে ফেলে দিয়েছেন বর্তমান মার্কিন রাষ্ট্রপতিকে। প্রচারে দু`পক্ষই খরচ করছে বিপুল পরিমাণ অর্থ। এক্ষেত্রেও ডেমোক্র্যাটদের পিছনে ফেলেছে রিপাবলিকানরা। তবে শেষ পর্যন্ত ওয়াশিংটনের `সাদা বাড়ি`র দখল কে নিতে চলেছেন তার সুলুক সন্ধান একমাত্র নভেম্বরের নির্বাচনের ফলাফল ঘোষণার পরেই পাওয়া যাবে।