শার্লট পৌঁছলেন ওবামা

রাষ্ট্রপতি নির্বাচনে ডেমক্র্যাট দলের মনোনয়ন গ্রহণ করতে নর্থ ক্যারোলিনার শার্লটে পৌঁছলেন বারাক ওবামা। শার্লটে চলছে ডেমোক্র্যাট দলের ন্যাশনাল কনভেনশন। ৩ দিনব্যাপী এই কনভেনশনের দ্বিতীয় দিনে কনভেনশনে যোগ দিলেন মার্কিন প্রেসিডেন্ট।

Updated By: Sep 6, 2012, 12:33 PM IST

রাষ্ট্রপতি নির্বাচনে ডেমক্র্যাট দলের মনোনয়ন গ্রহণ করতে নর্থ ক্যারোলিনার শার্লটে পৌঁছলেন বারাক ওবামা। শার্লটে চলছে ডেমোক্র্যাট দলের ন্যাশনাল কনভেনশন। ৩ দিনব্যাপী এই কনভেনশনের দ্বিতীয় দিনে কনভেনশনে যোগ দিলেন মার্কিন প্রেসিডেন্ট। ওবামাকে ঘিরে শার্লটে উপস্থিত সমর্থকদের মধ্যে ছিল দারুণ উদ্দীপনা। পৌঁছে সমর্থকদের সঙ্গে ছবিও তোলেন মার্কিন প্রেসিডেন্ট।
 
গত সপ্তাহে আনুষ্ঠানিক ভাবে রিপাবলিকান জাতীয় কনভেনশনে দলের সমর্থন পেয়েছেনপ্রার্থী মিট রমনি। নিজের দলের ন্যাশনাল কনভেনশনে আর্থিক নীতি নিয়ে ওবামাকে তুলোধোনা করেছিলেন তিনি। পর্যবেক্ষক মহলের মতে রমনির অভিযোগ খণ্ডন করার জন্য শার্লটই হল ওবামার কাছে সেরা মঞ্চ।
 
কনভেনশনের প্রথম দিনে স্বামীর সমর্থনে বক্তব্য রেখেছেন মিশেল ওবামা। একবারের জন্যও মিট রমনির কোনও সমালোচনা করেননি তিনি। বদলে দরাজ প্রশংসা করেছেন স্বামী ওবামার। মিশেলের মতে, হোয়াইট হাউসে প্রবেশ করেও কোনও বদল হয়নি তাঁর স্বামীর স্বভাবে। সাধারণ মানুষের সমস্যাগুলি তাঁদের মতো করেই বুঝতে পারেন ওবামা। কনভেশনের দ্বিতীয় দিনে বারাক ওবামার ভাষণের আগে তার হয়ে জোরাল সওয়াল করেছেন মার্কিন ফার্স্ট লেডি।

.