পুনর্বিবেচনা করতে হবে অভিবাসন নীতি, তা না হলে ট্রাম্পের সঙ্গে সংঘাতের ইঙ্গিত অ্যাপেলর!

Updated By: Feb 2, 2017, 09:04 AM IST
পুনর্বিবেচনা করতে হবে অভিবাসন নীতি, তা না হলে ট্রাম্পের সঙ্গে সংঘাতের ইঙ্গিত অ্যাপেলর!

ওয়েব ডেস্ক: অভিবাসন নীতি পুনর্বিবেচনা না করলে, ট্রাম্প প্রশাসনের সঙ্গে সংঘাতের ইঙ্গিত দিয়ে রাখল অ্যাপেল। একটি সাক্ষাৎকারে অ্যাপেল CEO টিম কুক জানিয়ে দিয়েছেন, হোয়াইট হাউসের শীর্ষ আধিকারিকদের সঙ্গে তিনি আলোচনা চালাচ্ছেন। সমাধান না বেরোলে আইনি পথে হাঁটতে বাধ্য হবেন। তাঁর মতে, দেশের উন্নয়নের স্বার্থে গোটা বিষয়টা ফের গভীর ভাবে ভাবা প্রয়োজন। তবে আইনি পদক্ষেপ বলতে ঠিক কী বলতে চাইছেন, তা স্পষ্ট করেননি অ্যাপলের সিইও। শুধু বলেছেন, প্রতিটি সমালোচনাই গঠনমূলক হওয়া উচিত। আমরা সেই পথেই হাঁটার চেষ্টা করব। আরও পড়ুন- ট্রাম্পের অভিবাসন নীতিতে ঢুকতে পারে পাকিস্তানের নাম

.