ওবামাতেই আস্থা আমেরিকার, মার্কিন মাটি ফের নীল

'সাদা বাড়ি'র ফের একবার দখল নিলেন বারাক ওবামা। মার্কিন মাটিতে ফের একবার প্রেসিডেন্ট হলেন ওবামা। হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ পর্যন্ত প্রতিদ্বন্দ্বী মিট রমনিকে পিছনে ফেলে দিয়ে দ্বিতীয়বার হোয়াইট হাউসে ওভাল অফিসের কুর্শীতে আসীন হলেন তিনি। ওবামা পেলেন ৩০৩ টি ইলেক্টোরাল ভোট। রমনি পেয়েছেন ২০৬টি ইলেক্টোরাল ভোট। জয় নিশ্চিত হয়ে যাওয়ার পর টুইটারে প্রথম প্রতিক্রিয়া প্রেসিডেন্ট ওবামা দেশবাসীকে বলেন, `আপনাদের জন্যই এই জয়। ধন্যবাদ।`

Updated By: Nov 7, 2012, 10:16 AM IST

'সাদা বাড়ি'র ফের একবার দখল নিলেন বারাক ওবামা। মার্কিন মাটিতে ফের একবার প্রেসিডেন্ট হলেন ওবামা। হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ পর্যন্ত প্রতিদ্বন্দ্বী মিট রমনিকে পিছনে ফেলে দিয়ে দ্বিতীয়বার হোয়াইট হাউসে ওভাল অফিসের কুর্শীতে আসীন হলেন তিনি। ওবামা পেলেন ৩০৩ টি ইলেক্টোরাল ভোট। রমনি পেয়েছেন ২০৬টি ইলেক্টোরাল ভোট। জয় নিশ্চিত হয়ে যাওয়ার পর টুইটারে প্রথম প্রতিক্রিয়া প্রেসিডেন্ট ওবামা দেশবাসীকে বলেন,`আপনাদের জন্যই এই জয়। ধন্যবাদ।`
তবে চূড়ান্ত ফলে ব্যবধান যতটা স্পষ্ট, ততটা সহজ ছিল না ওবামার পুনর্নির্বাচন। পূর্ব উপকূলের প্রদেশগুলিতে গণনা শুরুর পর ইলেক্টরাল ভোটে বেশ খানিকটাই এগিয়ে ছিলেন রমনি। তারপর, ডেমোক্র্যাটদের শক্ত ঘাঁটিগুলিতে গণনা শুরু হলে লড়াইয়ে ফেরেন ওবামা। এরপর দীর্ঘক্ষণ হোয়াইট হাউসের দুই দাবিদারের মধ্যে সমানে সমানে টক্কর চলে। চলে ক্যালিফোর্নিয়ার দখল ধরে রেখে রমনিকে অনেকটাই পিছনে ফেলে দেন ওবামা। একসময় পেরিয়ে যান ম্যাজিক ফিগারও। ডেমোক্র্যাটদের শক্ত ঘাঁটিগুলি ছাড়াও, সুইং স্টেটগুলিরও অধিকাংশতেই জয় পেয়েছেন ওবামা। তিনি জিতে নিয়েছেন নেভাদা, কলোরাডো, আইওয়া, ওহাইয়ো, উইনসকনসিন, নিউ হ্যাম্পশায়ারের মতো অনিশ্চিত প্রদেশগুলি। ফ্লোরিডায় এখনও হাড্ডাহাড্ডি লড়াই চলছে।
ওবামা জিতেছেন, ক্যালিফোর্নিয়া, মিশিগান, ইলিনয়, নিউ হ্যাম্পশায়ার, নিউ জার্সি, পেনসিলভ্যানিয়া, নিউ ইয়র্ক, উইসকনসিনের মতো প্রদেশগুলিতে। রমনি জিতেছেন টেক্সাস, ভার্জিনিয়া, কেন্টাকি, টেনেসি, মিসিসিপি, ওকালাহোমা, ইন্ডিয়ানার মতো প্রদেশে। ভার্জিনিয়া, ফ্লোরিডা এবং আলাস্কায় এখনও ফল ঘোষণা হয়নি। ভার্জিনিয়া ও ফ্লোরিডায় এগিয়ে আছেন ওবামা।

.