আফগানিস্তানের ব্যস্ততম বাজারে আত্মঘাতী হামলায় ১৫ হত

নতুন প্রেসিডেন্ট নির্বাচনের আগে জঙ্গি হামলা আফগানিস্তানে। এবার আক্রমণ উত্তর আফগান প্রদেশের ফারয়েব রাজ্যের ব্যস্ততম বাজারে। ব্যস্ততম সময়ে এক আত্মঘাতী হামলায় কমপক্ষে ১৫ জন মারা যান। আহত হন ২৮ জন। আগামী ৫ এপ্রিল নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হতে চলেছে আফগানিস্তানে। তার আগে এই বিস্ফোরণ চিন্তায় ফেলে দিল প্রশাসনকে।

Updated By: Mar 18, 2014, 04:54 PM IST

নতুন প্রেসিডেন্ট নির্বাচনের আগে জঙ্গি হামলা আফগানিস্তানে। এবার আক্রমণ উত্তর আফগান প্রদেশের ফারয়েব রাজ্যের ব্যস্ততম বাজারে। ব্যস্ততম সময়ে এক আত্মঘাতী হামলায় কমপক্ষে ১৫ জন মারা যান। আহত হন ২৮ জন। আগামী ৫ এপ্রিল নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হতে চলেছে আফগানিস্তানে। তার আগে এই বিস্ফোরণ চিন্তায় ফেলে দিল প্রশাসনকে।

ফারয়েবের প্রদেশের গভর্নর মহম্মদুল্লা বাতাশ জানান, বাজারের সেই সময় প্রচুর মানুষ ছিল। এখনও পর্যন্ত এই নাশকতা স্বীকার কোনও জঙ্গি সংগঠন এখনও পর্যন্ত সরকারিভাবে কেউ করেনি।

গত বছরের তুলনায় আফগানিস্তানে এ বছর অনেক বেশী জঙ্গি হামলা হচ্ছে। এদিনের বিস্ফোরণের ঘটনা সেটা সংখ্যাটা আরও বাড়িয়ে দিল। ক দিন আগেই আফগান প্রশাসন উত্তর আফগান প্রদেশে নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত নেয়। সেই সিদ্ধান্ত কার্যকর করার আগেই হামলা চালাল জঙ্গিরা।

.