খোঁজ মিলল লিবিয়ার অপহৃত প্রধানমন্ত্রীর
কয়েকঘণ্টার টানাপোড়েনের যবনিকা পড়ল। খোঁজ মিলল লিবিয়ার অপহৃত প্রাইম মিনিস্টার আলি জেইদানের। স্থানীয় সময় আজ ভোরে ত্রিপোলির কোরিনথিয়া হোটেল থেকে জেইদানকে অপহরণ করে কয়েকজন অজ্ঞাতপরিচয় বন্দুকবাজ। সরকারি বিবৃতিতে জানানো হয়, মাথায় বন্দুক ঠেকিয়ে অপহরণ করা হয়েছে জেইদানকে। যদিও, সরকার ঘনিষ্ঠ লিবিয়া রেভোলিউশনারিজ অপারেশন রুমের তরফে জানানো হয়েছে, প্রসিকিউটর জেনারেলের নির্দেশ আটক করা হয়েছিল জেইদানকে।
কয়েকঘণ্টার টানাপোড়েনের যবনিকা পড়ল। খোঁজ মিলল লিবিয়ার অপহৃত প্রাইম মিনিস্টার আলি জেইদানের। স্থানীয় সময় আজ ভোরে ত্রিপোলির কোরিনথিয়া হোটেল থেকে জেইদানকে অপহরণ করে কয়েকজন অজ্ঞাতপরিচয় বন্দুকবাজ। সরকারি বিবৃতিতে জানানো হয়, মাথায় বন্দুক ঠেকিয়ে অপহরণ করা হয়েছে জেইদানকে। যদিও, সরকার ঘনিষ্ঠ লিবিয়া রেভোলিউশনারিজ অপারেশন রুমের তরফে জানানো হয়েছে, প্রসিকিউটর জেনারেলের নির্দেশ আটক করা হয়েছিল জেইদানকে।
দিনকয়েক আগে মার্কিন অভিযানে ধরা পড়ে আল কায়দা ঘনিষ্ঠ আনাস আল লিবি। লিবিকে ধরার পিছনে সরকারের হাত ছিল কিনা তা নিয়ে বিতর্ক শুরু হয়। সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেয় বিদ্রোহী গোষ্ঠী। জেইদানকে অপহরণ তারই ফল বলে মনে করা হচ্ছে। যদিও, এরকম কোনও সম্ভাবনার কথা অস্বীকার করেছেন লিবিয়ার আইনমন্ত্রী।