এশিয়ায় দশজন পুরষের মধ্যে একজন ধর্ষক, বলছে সমীক্ষা
এশিয়ার দশজন পুরুষের মধ্যে লুকিয়ে আছে একজন ধর্ষক। এমন কথাই জানাচ্ছে সাম্প্রতিক সমীক্ষা। এশিয়ার ছটি দেশ- বাংলাদেশ, চিন, কাম্বোডিয়া, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা ও পাপুয়া নিউ গিনিয়া। দক্ষিণ আফ্রিকার মেডিক্যাল রিসার্চ কাউন্সিলের পর্যবেক্ষণ যদি মেনে নেওয়া হয়, তাহলে দেখা যাবে এশিয়া মহাদেশের চার জনে ১ জন পুরুষ ধর্ষণ করেন।
এশিয়ার দশজন পুরুষের মধ্যে লুকিয়ে আছে একজন ধর্ষক। এমন কথাই জানাচ্ছে সাম্প্রতিক সমীক্ষা। এশিয়ার ছটি দেশ- বাংলাদেশ, চিন, কাম্বোডিয়া, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা ও পাপুয়া নিউ গিনিয়া। দক্ষিণ আফ্রিকার মেডিক্যাল রিসার্চ কাউন্সিলের পর্যবেক্ষণ যদি মেনে নেওয়া হয়, তাহলে দেখা যাবে এশিয়া মহাদেশের চার জনে ১ জন পুরুষ ধর্ষণ করেন।
সম্প্রতি বাংলাদেশ, চিন, কলোম্বিয়া, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কার মতো দেশের ১০ হাজার মানুষের ওপর সার্ভে করে জানা গিয়েছে এই চাঞ্চল্যকর তথ্য। রিসার্চে উঠে এসেছে, প্রতি ১০ জনে একজন পুরুষ সঙ্গিনী নন এমন মহিলাকে ধর্ষণ করেন। নিজের সঙ্গিনীর ধর্ষক- এমন সংখ্যাটা ২৪ শতাংশ।
পর্যবেক্ষণে এও জানা গিয়েছে, অপরাধীদের অর্ধক পুরুষই একাধিক ধর্ষণের ঘটনা ঘটিয়েছেন। যেখানে বাংলাদেশের ১১ শতাংশ পুরুষ ধর্ষণের কথা স্বীকার করেছেন। সেখানে পাপুয়া নিউ গিনিয়ার ধর্ষকের সংখ্যা ৬০ শতাংশ।