প্রকাশ্যে এল ভ্যান গগের `মেমারিজ ইন মোঁমাজুর`

১৮৮৮ তে ভ্যান গগ এঁকেছিলেন `সানসেট ইন মোঁমাজুর`। শিল্পীর নিজের হাতে আঁকা, অপ্রকাশিত ওই ছবি নরওয়ের এক সংগ্রাহকের পরিবারের কাছ থেকে প্রকাশ্যে নিয়ে এল আমস্টারডামের ভ্যান গগ মিউজিয়াম।

Updated By: Sep 10, 2013, 04:59 PM IST

১৮৮৮ তে ভ্যান গগ এঁকেছিলেন `সানসেট ইন মোঁমাজুর`। শিল্পীর নিজের হাতে আঁকা, অপ্রকাশিত ওই ছবি নরওয়ের এক সংগ্রাহকের পরিবারের কাছ থেকে প্রকাশ্যে নিয়ে এল আমস্টারডামের ভ্যান গগ মিউজিয়াম।
সোমবার এক বিরল মুহূর্তের সাক্ষী রইল আমস্টারডমের ভ্যান গগ মিউজিয়াম। প্রকাশ্যেএল ১৮৮৮তে সালে ফ্রান্সের শৈলশহর মোঁমাজুরকে নিয়ে আঁকা ভিনসেন্ট ভ্যান গগের এই ছবিটি। `সানসেট ইন মোঁমাজুর` এতদিন ছিল নরওয়েজীয় শিল্পপতি ক্রিশ্চিয়ান নিকোলাই মুস্তাদের পারিবারিক সংগ্রহে। মুস্তাদ আবার বিখ্যাত নরওয়েজিয়ান চিত্রকর এডভার্ড মুংখেরও সংগ্রাহক।
২৪ সেপ্টেম্বর থেকে `সানসেট ইন মোঁমাজুর`  প্রদর্শিত হবে ভ্যান গগ মিউজিয়ামে। মুস্তাদ পরিবারের ধারণা, ছবিটি ১৯০৮-এ তাঁদের পরিবারেরই কেউ কিনেছিলেন। কিন্তু নকল মনে করায় পরে তার ঠাঁই হয় চিলোকোঠার ঘরে। ইতিহাস বলছে, আঠারোশো অষ্টআশির পাঁচই জুলাই ভাই থিওকে লেখা একটি চিঠিতে আগের দিন আঁকা ছবিটির বর্ণনা করেছিলেন ভিনসেন্ট। পরে থিওর একটি ক্যাটালগেও অন্তর্ভুক্ত হয় `সানসেট ইন মোঁমাজুর`।
১৯৭০-এ ক্রিশ্চিয়ান নিকোলাই মুস্তাদের এস্টেটের সম্পত্তি হিসেবে আবার আত্মপ্রকাশ ঘটে তার। বেনেডিক্টাইম অ্যাবেরধ্বংসাবশেষের প্রেক্ষাপটে আঁকা এই ছবিটি আসল কি না, তা নিয়ে পূর্ণাঙ্গ রিপোর্ট বের হবে দ্য বার্লিংটন পত্রিকার অক্টোবর  সংখ্যায়। রিপোর্টটি রাখা থাকবে ভ্যান গগ মিউজিয়ামেও।

.