ইন্দোনেশিয়ায় ফেরি ডুবে মৃত কমপক্ষে ৩৪, চলছে উদ্ধারকার্য
সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ফেরিতে ছিদ্র হওয়ায় জল ঢুকতে শুরু করে। তবে, খারাপ আবহাওয়া এবং সমুদ্র উত্তালের জেরে ফেরিটিকে তীরে নিয়ে আসা সম্ভব হয়নি
নিজস্ব প্রতিবেদন: ইন্দোনেশিয়ার ফ্লোরস সাগরে ফেরি ডুবে মৃত কমপক্ষে ৩৪। এখনও পর্যন্ত সাঁতরে প্রাণে বেঁচেছেন ১৫৫ জন। সেলেয়ার দ্বীপের বুলুকুম্বা রেজেন্সির কাছে দুর্ঘটনাটি ঘটে। জানা গিয়েছে ১৮৯ যাত্রী-সহ গাড়ি, বাস, ট্রাকের মতো ৪৮টি ভারী গাড়ি বহন করছিল ফেরিটি। বহনক্ষমতার অত্যাধিক হওয়ায় দুর্ঘটনার কবলে পড়ে।
আরও পড়ুন- শরণার্থী শিশুদের মুক্তির দাবিতে স্ট্যাচু অব লিবার্টির উপরে উঠে বিক্ষোভ মহিলার
সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ফেরিতে ছিদ্র হওয়ায় জল ঢুকতে শুরু করে। তবে, খারাপ আবহাওয়া এবং সমুদ্র উত্তালের জেরে ফেরিটিকে তীরে নিয়ে আসা সম্ভব হয়নি। মাঝ সমুদ্রে লাইফ সার্পোট নিয়ে ঝাঁপ দেন যাত্রীরা। স্থানীয় মত্সজীবীরা তাদের বোট ব্যবহার করে উদ্ধারকার্যে হাত লাগিয়েছে বলে জানা গিয়েছে।
Tim SAR Gabungan yang dipimpin Basarnas berhasil evakuasi korban penumpang KMP Lestari Maju yang mengalami kecelakaan laut di Perairan Selayar. 34 orang meninggal dunia dan 155 orang selamat. Total korban yang sudah di evakuasi 189 orang. pic.twitter.com/bnHMiI2Y1v
— Sutopo Purwo Nugroho (@Sutopo_PN) July 4, 2018
আরও পড়ুন- এমিরেটস-এ বাদ পড়ল হিন্দু মিল
ইন্দোনেশিয়া সমুদ্রে এ ধরনে ফেরি ডুবে যাওয়া ঘটনা নতুন নয়। গত দু’সপ্তাহ আগে সুমাত্রায় ভয়াবহ ফেরি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১৯০ জনের।