মক্কায় পদপিষ্ট হয়ে মৃতের সংখ্যা ৭০০ ছাড়ালো, আহত ৮০০

মক্কা মসজিদে পদপিষ্ট হয়ে মৃত্যুর সংখ্যা ৭০০ ছাড়িয়ে গিয়েছে। আহত হয়েছেন প্রায় ৮০০ জন। শুক্রবার ইদ। ইদের আগে প্রতি বছরই রেকর্ড ভিড় হয় মক্কা মসজিদে। ভিড়ের চাপে বৃহস্পতিবার সকালেই এই দুর্ঘটনা ঘটে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা।

Updated By: Sep 24, 2015, 07:32 PM IST
মক্কায় পদপিষ্ট হয়ে মৃতের সংখ্যা ৭০০ ছাড়ালো, আহত ৮০০

ওয়েব ডেস্ক: মক্কা মসজিদে পদপিষ্ট হয়ে মৃত্যুর সংখ্যা ৭০০ ছাড়িয়ে গিয়েছে। আহত হয়েছেন প্রায় ৮০০ জন। শুক্রবার ইদ। ইদের আগে প্রতি বছরই রেকর্ড ভিড় হয় মক্কা মসজিদে। ভিড়ের চাপে বৃহস্পতিবার সকালেই এই দুর্ঘটনা ঘটে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা।

মক্কা শহরের ঠিক বাইরেই মিনাতে সমবেত হয়েছিলেন প্রায় ২০ লক্ষ হজ যাত্রী। সেই বিশাল জমায়েতে আচমকা চাঞ্চল্য তৈরি হওয়াতেই বিপত্তি। মৃতদের মধ্যে রয়েছেন দুই ভারতীয় বৃদ্ধা। তেলেঙ্গানাবাসী দুই বৃদ্ধারই বয়স ষাটের ওপর।

বৃহস্পতিবার ইল-আল-আধায় লক্ষ লক্ষ হজযাত্রীর মধ্যে ছিলেন প্রায় ১ লক্ষ ভারতীয়। ১৯৯০ সালে হজযাত্রায় ১,৪০০ জনের মৃত্যু হয়েছিল। চলতি মাসের ১৮ তারিখ মক্কায় ১০০ জনের মৃত্যুর একমাসের মধ্যে আরও একবার বড়সড় দুর্ঘটনা ঘটল মক্কায়।

ভারত সরকারের হেল্পলাইন নম্বর-00966125458000, 00966125496000
তীর্থযাত্রীদের জন্য টোল ফ্রি নম্বর-8002477786

 

.