মাত্র ৯ দিনে গলে গেল আন্টার্কটিকার ২০ শতাংশ বরফ, ভয়াবহ দিন আসছে!

আন্টার্কটিকায় এমন অনেক জায়গা রয়েছে যেখানে আজ পর্যন্ত কখনও জল দেখা যায়নি। এবার সেসব জায়গাগুলিতে বরফ গলে জল হয়েছে।

Updated By: Feb 26, 2020, 06:21 PM IST
মাত্র ৯ দিনে গলে গেল আন্টার্কটিকার ২০ শতাংশ বরফ, ভয়াবহ দিন আসছে!

নিজস্ব প্রতিবেদন : মাত্র ৯ দিনে গলে গেল আন্টার্কটিকার ২০ শতাংশ বরফ। শুনতে অবাক লাগলেও এমনটা বাস্তবে ঘটেছে। চলতি মাসে ৯ দিন ধরে তাপপ্রবাহ চলেছে আন্টার্কটিকায়। আর তার জেরেই দ্বীপপুঞ্জের বহু জায়গায় বরফ গলে জল হয়েছে। এমন ঘটনার পর বিশ্ব উষ্ণায়ন নিয়ে প্রচণ্ড উদ্বেগ প্রকাশ করেছেন পরিবেশ বিজ্ঞানীরা। আন্টার্কটিকার উত্তরের অংশে সব থেকে বেশি জায়গায় বরফ গলে গিয়েছে বলে জানা গিয়েছে।

আন্টার্কটিকায় এমন অনেক জায়গা রয়েছে যেখানে আজ পর্যন্ত কখনও জল দেখা যায়নি। এবার সেসব জায়গাগুলিতে বরফ গলে জল হয়েছে। ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে টানা ৯ দিন তীব্র তাপপ্রবাহ চলেছে আন্টার্কটিকায়। ৬৪.৯ ডিগ্রি ফারেনহাইটে পৌঁছে যায় তাপমাত্রা। এমন তাপপ্রবাহ ভয়ঙ্কর প্রভাব ফেলেছে আন্টার্কটিকার আবহাওয়ায়। নাসা-র আর্থ অবজারভেটরি জানিয়েছে, আন্টার্কটিকায় ঈগল আইল্যান্ডের চূড়ায় চার ইঞ্চি বরফের আস্তরণ গলে গিয়েছে। এর আগে আলাস্কা ও গ্রিনল্যান্ডে এত দ্রুত বরফ গলে যাওয়ার ঘটনা ঘটেছে। তবে আন্টার্কটিকায় এই প্রথম।

আরও পড়ুন-  তর সইছে না, দেখব পাকিস্তানে গিয়ে ফকর জামানের নাম কীভাবে উচ্চারণ করেন ট্রাম্প: ভন

পরিবেশ বিজ্ঞানী জেভিয়ার ফেটউইস বলেছেন, বিশ্বের শীতলতম জায়গায় এত দ্রুত বরফ গলার ঘটনা মোটেও ভাল লক্ষ্মণ নয়। ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে আন্টার্কটিকার আবহাওয়া অস্বাভাবিকরকম গরম হতে শুরু করে। যার ফলে সমুদ্রের জলস্তরও বেড়ে গিয়েছিল। এর পর ৯ দিন ধরে অতি দ্রুত গলতে থাকে আন্টার্কটিকার বরফরে চাদর। 

.