স্পেনের কাটা ঘায়ে ঝালের ছিটে ক্যাঙ্গারুর হারে

স্পেনের কাটা ঘায়ে ঝালের ছিটে ক্যাঙ্গারুর হারে

Updated By: Jun 14, 2014, 04:51 PM IST

----------------------------------
চিলি (৩) অস্ট্রেলিয়া (১)

বিশ্বকাপের শুরুটা দারুণ হল চিলির। এবারের বিশ্বকাপের ডার্ক হর্স 3-1 গোলে অস্ট্রেলিয়াকে হারিয়ে অভিযান শুরু করল হোর্হে সামপাওলির দল। চিলির এই জয়ে বেশ কি‍ছুটা চাপে পড়ে গেল গতবারের চ্যাম্পিয়ন স্পেন। কারণ গ্রুপ থেকে দুটি দেশ পরের রাউন্ডে উঠবে। স্পেনকে হারিয়ে নেদারল্যান্ডস ইতিমধ্যেই কার্যত শেষ ষোলা নিশ্চিত করে ফেলেছে, এখন গ্রুপ থেকে পরের রাউন্ডে যাওয়ার ব্যাপারে লড়াই স্পেন আর চিলির মধ্যে। আগামী বুধবার স্পেন মুখোমুখি হচ্ছে চিলির। সেই ম্যাচ জিততে না পারলে কার্যত বিদায় নিশ্চিত হয়ে যাবে গতবারের চ্যাম্পিয়নদের। কারণ শুরুতেই ১-৫ গোলের মত বড় ব্যবধানে হারায় স্পেন গোল ব্যবধানে অনেকটাই পিছিয়ে পড়েছে। সেক্ষেত্রে স্পেনের বিরুদ্ধে চিলি ম্যাচ ড্র রাখতেই পারলেই কার্যত পরের রাউন্ডে ওঠা নিশ্চিত হয়ে যাবে।

ম্যাচের ১২ মিনিটেই এদুয়ার্দোর পাসে সানচেজের গোলে এগিয়ে যায় চিলি। এর দুই মিনিট পর সানচেজের পাসে ভালদিভিয়ার গোল। ভালদিভিয়াকে সতীর্থরা ডাকেন ‘জাদুকর’ বলে। মাঠে প্রমাণ করলেন, কথাটা মিথ্যে নয়! ৩৫ মিনিটে অবশ্য টিম কাহিল কিছুটা আশা ফেরালেন সকারুদের। কিন্তু ওই গোলটি ছিল কেবলই ব্যবধান কমানো। ম্যাচের একদম শেষ মুহূর্তে বেসাজোর গোলে ব্যবধান বাড়িয়ে নেয় দক্ষিণ আমেরিকার লঙ্কা আকৃতির ছোট্ট এই দেশটি।

.