বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন নিয়ে আজ বিশ্বকাপের ময়দানে নামছেন সি আর সেভেন

নেইমার,মেসির মতই ব্রাজিল বিশ্বকাপে আলোচনার কেন্দ্রবিন্দুতে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সোমবার ব্রাজিল বিশ্বকাপে অভিযান শুরু করছে রোনাল্ডোর পর্তুগাল। জার্মানি-পর্তুগাল ম্যাচে সবার নজর থাকবে বিশ্বের সেরা ফুটবলার সিআরসেভেনের দিকে। বিশ্বকাপেই জাতীয় দলের জার্সিতে পঞ্চাশ গোল করার হাতছানি রোনাল্ডোর সামনে।

Updated By: Jun 16, 2014, 09:14 PM IST

নেইমার,মেসির মতই ব্রাজিল বিশ্বকাপে আলোচনার কেন্দ্রবিন্দুতে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সোমবার ব্রাজিল বিশ্বকাপে অভিযান শুরু করছে রোনাল্ডোর পর্তুগাল। জার্মানি-পর্তুগাল ম্যাচে সবার নজর থাকবে বিশ্বের সেরা ফুটবলার সিআরসেভেনের দিকে। বিশ্বকাপেই জাতীয় দলের জার্সিতে পঞ্চাশ গোল করার হাতছানি রোনাল্ডোর সামনে।

ইতিমধ্যেই একশো এগারো ম্যাচে উনপঞ্চাশ গোল করা হয়ে গেছে সিআরসেভেনের। ফুটবলার হবেন বলে মাত্র বারো বছর বয়সে নিজের শহর মাদেইরা ছেড়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ছোটবেলা থেকে স্বপ্ন দেখতেন যে জাতীয় দলের হয়ে একবার বিশ্বচ্যাম্পিয়ন হবেন। সেই স্বপ্ন সফল করতে সোমবার মাঠে নামছেন সিআরসেভেন।

পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত কোনও ব্যালন ডি অর জয়ী ফুটবলারের হাতে বিশ্বকাপ ওঠেনি। সেই মিথ ভেঙে নতুন ইতিহাস গড়ার হাতছানি বিশ্বফুটবলের সেরা তারকার সামনে। এই বছরে মেসিকে ছাপিয়ে বিশ্বের সেরা ফুটবলার হয়েছেন, রিয়ালকে ইউরোপ সেরা করেছেন। পর্তুগালকে বিশ্বসেরা করে মারাদোনা,জিদানের মত কিংবদন্তিদের পাশে জায়গা করে নিতে চান সিআরসেভেন। একটা সময় ব্রাজিল বিশ্বকাপে পর্তুগালের খেলাই অনিশ্চিত হয়ে পড়েছিল। প্লে অফ ম্যাচে সুইডেনের বিরুদ্ধে রোনাল্ডো ম্যাজিকই ব্রাজিলের টিকিট নিশ্চিত করে দেয় পাবলো বেন্তোর দলকে। গত এক সপ্তাহ বিশবফুটবলের সবচেয়ে আলোচনার বিষয়বস্তু ছিল রোনাল্ডোর চোট। তাঁর সতীর্থরা জানাচ্ছেন জার্মানির বিরুদ্ধে মাঠে নামার আগে রোনাল্ডো পুরোপুরি ফিট। বিশেষজ্ঞরা মানছেন যে চোট বাধা হয়ে না দাঁড়ালে ব্রাজিল বিশ্বকাপ মাতাবার ক্ষমতা রাখেন সিআরসেভেন। প্রথম ম্যাচেই শক্তিশালী জার্মানির বিরুদ্ধে খেলতে হবে পর্তুগিজদের। তাই ব্রাজিল বিশ্বকাপের প্রথম ম্যাচেই কঠিন চ্যালেঞ্জের সামনে সিআরসেভেন।

.