বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে মেক্সিকোর মুখোমুখি ক্যামেরুন

শুক্রবার বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে গ্রুপ এর লড়াইয়ে মুখোমুখি মেক্সিকো ও ক্যামেরুন। বিশ্বকাপের শুরুতে ছন্দ পেতে জয়ের লক্ষ্যে নামছে দুই দল। গ্রুপে ব্রাজিল থাকায় তিন পয়েন্টের লক্ষ্যে বাকি ম্যাচগুলোকেই টার্গেট করছে বাকি দলগুলো। মার্কিন যুক্তরাষ্টের সাহায্যে ব্রাজিল বিশ্বকাপের টিকিট পাকা হয়েছে মেক্সিকোর। সাম্প্রতিক অতীতে নানা রকম ঝড় ঝাপটার মধ্যে দিয়ে গিয়েছে এই দেশটি। ৯৪এর বিশ্বকাপ থেকে প্রতিবারই নক আউট পর্বে উঠেছে মেক্সিকো।

Updated By: Jun 13, 2014, 07:58 PM IST

শুক্রবার বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে গ্রুপ এর লড়াইয়ে মুখোমুখি মেক্সিকো ও ক্যামেরুন। বিশ্বকাপের শুরুতে ছন্দ পেতে জয়ের লক্ষ্যে নামছে দুই দল। গ্রুপে ব্রাজিল থাকায় তিন পয়েন্টের লক্ষ্যে বাকি ম্যাচগুলোকেই টার্গেট করছে বাকি দলগুলো। মার্কিন যুক্তরাষ্টের সাহায্যে ব্রাজিল বিশ্বকাপের টিকিট পাকা হয়েছে মেক্সিকোর। সাম্প্রতিক অতীতে নানা রকম ঝড় ঝাপটার মধ্যে দিয়ে গিয়েছে এই দেশটি। ৯৪এর বিশ্বকাপ থেকে প্রতিবারই নক আউট পর্বে উঠেছে মেক্সিকো।

তবে অতীতের তুলনায় এবার কিছুটা দুর্বল মিহুয়েল হেরেরার দল। রক্ষণের তুলনায় ফরওয়ার্ড লাইন অনেক বেশি শক্তিশালী। তাই আফ্রিকান জায়েন্টদের বিরুদ্ধে হার্নান্ডেজকে বাদ দিয়ে মেক্সিকান কোচ নামাচ্ছে ডস স্যান্টোস, পেরালটার মতো অ্যাটকিং ফুটবলারদের। অন্যদিকে বিশ্বকাপে খেলতে আসার আগে আভ্যন্তরীণ সমস্যায় জর্জরিত ছিল ক্যামেরুণ। আর্থিক দাবি না মেটায় প্রথমে ব্রাজিলে যেতেই চাননি দলের ফুটবলাররা। ক্যামেরুন ফুটবল অ্যাসোসিয়েশনের হস্তোক্ষেপে শেষ পর্যন্ত সমস্যা মেটে। তবে প্রস্তুতি ম্যাচে জার্মানির বিরুদ্ধে দুই-দুই গোলে ড্র করে নিজেদের শক্তি বুঝিয়েছেন স্যামুয়েল এটোরা। শারীরিক দক্ষতার সঙ্গে দুরন্ত গতিতে খেলতে পারা। বিশ্বকাপে ক্যামেরুনকে সমিহ করতেই হবে। পরিসংখ্যান বলছে এর আগে বিশ্বকাপে মাত্র একবার মুখোমুখি হয়েছে এই দুই দেশ। একটি মাত্র সাক্ষাতকারে জয় পেয়েছিল মেক্সিকো। গোল হয়েছিল মাত্র একটি। শুক্রবার নাটালের এসটাডিও দাস ডুনাসে জমদমাট লড়াইয়ের অপেক্ষা।

.