শাস্তির কামড়, টানা ৯ ম্যাচ নির্বাসিত সুয়ারেজ

প্রতিপক্ষ খেলোয়াড়কে কামড়ের জেরে উরুগুয়ের ফুটবলার লুই সুয়ারজকে টানা ৯ ম্যাচে নির্বাসন দিল ফিফা। বিশ্বকাপের বাকি ম্যাচ ও আগামী প্রিমিয়ার লিগ মরসুমে খেলতে পারবেন না সুয়ারেজ। এছাড়াও আগামী ৪ মাসে উরুগুয়ের পরবর্তী ৯টা আন্তর্জাতিক ম্যাচ ও কোপা আমেরিকা থেকেও নির্বাসিত করা হয়েছে তাঁকে। ধার্য করা হয়েছে ১০০,০০০ সুইস ফ্রাঙ্ক জরিমানা। যা প্রায় ১১২,০০০ মার্কিন ডলারের সমান।

Updated By: Jun 26, 2014, 08:22 PM IST

প্রতিপক্ষ খেলোয়াড়কে কামড়ের জেরে উরুগুয়ের ফুটবলার লুই সুয়ারজকে টানা ৯ ম্যাচে নির্বাসন দিল ফিফা। বিশ্বকাপের বাকি ম্যাচ ও আগামী প্রিমিয়ার লিগ মরসুমে খেলতে পারবেন না সুয়ারেজ। এছাড়াও আগামী ৪ মাসে উরুগুয়ের পরবর্তী ৯টা আন্তর্জাতিক ম্যাচ ও কোপা আমেরিকা থেকেও নির্বাসিত করা হয়েছে তাঁকে। ধার্য করা হয়েছে ১০০,০০০ সুইস ফ্রাঙ্ক জরিমানা। যা প্রায় ১১২,০০০ মার্কিন ডলারের সমান।

গ্রুপ লিগ পর্বের ম্যাচ চলাকালীন ইতালির ডিফেন্ডার জর্জিও চিয়েলিনির কাঁধে কামড়ে দেন সুয়ারেজ। ঘটনার নিন্দা করে ফিফা ডিসিপ্লিনারি কমিটির সভাপতি ক্লদিও সালসের বলেছেন, এই ধরণের আচরণ কোনও ফুটবল ম্যাচেই সহ্য করা হবে না। বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টেতো কখনই নয়।

.