উরুগুয়ের কামড়ে ইতালির বিদায়

স্পেন, ইংল্যান্ডের পর ইতালি। তৃতীয় প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন ও ইউরোপের দল হিসেবে ব্রাজিল বিশ্বকাপ থেকে ছিটকে গেল আজুরি ব্রিগেড। বিতর্কিত ম্যাচে ইতালিকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের নক আউট রাউন্ডে উঠল উরুগুয়ে। একমাত্র গোলটি করে উরুগুয়ের জয়ের নায়ক দিয়েগো গডিন। গ্রুপ লিগের শেষ ম্যাচে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে গেল আজুরিরা।

Updated By: Jun 25, 2014, 09:26 AM IST

স্পেন, ইংল্যান্ডের পর ইতালি। তৃতীয় প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন ও ইউরোপের দল হিসেবে ব্রাজিল বিশ্বকাপ থেকে ছিটকে গেল আজুরি ব্রিগেড। বিতর্কিত ম্যাচে ইতালিকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের নক আউট রাউন্ডে উঠল উরুগুয়ে। একমাত্র গোলটি করে উরুগুয়ের জয়ের নায়ক দিয়েগো গডিন। গ্রুপ লিগের শেষ ম্যাচে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে গেল আজুরিরা।

তবে এই ম্যাচে সব কিছুকে ছাপিয়ে গেল লুইস সোয়ারেজের কামড়ে দেওয়ার বিতর্ক। প্রি-কোয়ার্টার ফাইনালে উরুগুয়ে মুখোমুখি হবে কলম্বিয়ার।

সিজার প্রান্দেলির দলকে ১-০ গোলে হারিয়ে প্রি-কোয়ার্টার ফাইনালে উঠল উরুগুয়ে। নাটালের ম্যাচ জুড়ে অবশ্য বিতর্ক রয়েই গেল। ম্যাচের ৬০ মিনিটে উরুগুয়ের ফুটবলার আরেভালোকে কড়া ট্যাকেল করে লাল কার্ড দেখলেন ইতালির মিডফিল্ডার মার্কিসিও। অন্যদিকে উনআশি মিনিটে আজুরি ডিফেন্ডার কিওলিনিকে কামড়ে দিয়েও বেঁচে গেলেন লুইস সোয়ারেজ।

গোল করতে না পারার ব্যর্থতার পাশে সুয়ারেজের এই বাইট বিতর্ক এই বিশ্বকাপে ঝড় তুলতে পারে পরবর্তী সময়। তবে এরই মাঝে ৮১ মিনিটে কর্নার থেকে হেডে গোল করে দলকে জেতালেন দিয়েগো গডিন। নক আউটে উঠতে গেলে এই ম্যাচ জিততেই হত উরুগুয়েকে। অন্যদিকে না হারলেই শেষ ষোলোর টিকিট পেয়ে যেতেন বাঁফো, পিরলোরা। এই অবস্থায় প্রথমার্ধে অবশ্য ঢীমে তালে গতিতে খেলা হল।

মাঝমাঠে ভিড় করে সুয়ারেজদের আটকাচ্ছিল প্রান্দেলির দল। দুদলের সামনেই গোলের সুযোগ কম আসছিল। মার্কিসিও লাল কার্ড দেখতেই ওপেন ফুটবল শুরু হল। ইতালি দশজনে হয়েই যেতেই আক্রমণের ঝড় তুললেন কাভানিরা। গডিনের দেওয়া হেডে গোলের লকগেট খুলল। পরাস্ত হলেন বুঁফো। একজন ফুটবলার কম নিয়ে অবশ্য আর ম্যাচে ফিরতে পারেনি পিরলোরা। প্রথম ম্যাচে কোস্টারিকার কাছে হারের পর ঘুরে দাঁড়াল লে সেলেস্তেরা। অন্যদিকে ২০১০ বিশ্বাকাপের পর সাম্বার দেশেও প্রথম রাউন্ডেই ছুটি হয়ে গেল চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের।

----------------

প্রি কোয়ার্টার ফাইনাল লাইন আপ

কলম্বিয়া বনাম উরুগয়ে
কোস্টারিকা বনাম গ্রিস

.