নেইমার হারানোর ধাক্কা সামলে আজ ফেভরিট জার্মানির বিরুদ্ধে নামছে ব্রাজিল

মঙ্গলবার রাতে বেলো হরাউজন্টের এসতাদিও মিনেরিওতে মহারণ। বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি ব্রাজিল ও জার্মানি। নেইমারকে হারানোর ধাক্কা সামলে পাল্টা লড়াইয়ে মরিয়া সেলেকাওরা। অন্যদিকে, ফেভারিটের তকমা গায়ে নিয়ে শেষ চারের ম্যাচে নামছে জার্মানি।

Updated By: Jul 8, 2014, 11:31 AM IST

মঙ্গলবার রাতে বেলো হরাউজন্টের এসতাদিও মিনেরিওতে মহারণ। বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি ব্রাজিল ও জার্মানি। নেইমারকে হারানোর ধাক্কা সামলে পাল্টা লড়াইয়ে মরিয়া সেলেকাওরা। অন্যদিকে, ফেভারিটের তকমা গায়ে নিয়ে শেষ চারের ম্যাচে নামছে জার্মানি।

মঙ্গলবার রাতে বিশ্বকাপের হাইভোল্টেজ সেমিফাইনালে মুখোমুখি ব্রাজিল ও জার্মানি। দলে নেই নেইমার। অধিনায়ক থিয়াগো সিলভার খেলা নিয়ে সংশয়। এই ধাক্কা সামলে লড়াই করতে মরিয়া স্কোলারি ব্রিগেড। অন্যদিকে বারো বছর আগে হারের বদলা নিতে মুখিয়ে রয়েছে ম্যানশাফটসরা। সৃষ্টিশীল ফুটবল নয়, টাফ ফুটবল খেলে মহারণে বাজিমাত করতে চাইছে সিলেকাওরা। ধারে ভারে ও ভারসাম্যের বিচারে হয়তো কিছুটা এগিয়ে জার্মানি। তবে নেইমারের ছিটকে যাওয়া তাতিয়ে দিয়েছে পাঁচবারের চ্যাম্পিয়নদের। যদিও দলের ওয়ান্ডার বয়ের না থাকাটাকে ফ্রেডদের তাতানোর হাতিহার হিসেবে ব্যবহার করতে চাইছেন স্কোলারি। জোড়া ধাক্কা সামালাতে অনুশীলনে কালঘাম ছুটে যাচ্ছে মাস্টার টেকটিশিয়ান স্কোলারির। বিশ্বকাপ জয়ের অভিজ্ঞতা থাকায় পাল্টা স্ট্রাটেজি নিচ্ছেন বিগ ফিল। চেনা ছকের স্ট্রাটেজি বদলে নতুন ভাবনায় জার্মান বধে নামতে চলেছেন স্কোলারি। রক্ষণে থিয়াগোর পরিবর্তে খেলার সম্ভাবনা দান্তের। ক্লাব ফুটবলে বায়ান মিউনিখে খেলা দান্তে একঝাঁক জার্মানির ফুটবলারের সঙ্গে খেলার অভিজ্ঞতা রয়েছে। সেটাকেও কাজে লাগাতে ব্রাজিলের কোচ। রবিবারের অনুশীলনে চোট পেলেও নেইমার জায়গায় খেলার এক নম্বর দাবিদার উইলিয়ান।

কার্ড সমস্যা মিটিয়ে ফিরছেন ডিফেন্সিভ মিডফিল্ডার লুইস গুস্তাভো। অন্য ভূমিকায় দেখা যেতে পারে অস্কারকে। সেমিফাইনালের গেরো টপকানোর পাশাপাশি বিপক্ষের মাঠে জার্মানিকে সামলাতে হবে ব্রাজিলের দর্শক সমর্থন। শেষ দুটো বিশ্বকাপে সেমিফাইনালে হেরে বিদায় নিতে হয়েছিল তিনবারের চ্যাম্পিয়নদের। তৃতীয়বার পরিবর্তনের খোঁজে জোয়াকিম লোয়ের দল। সেমির যুদ্ধের আগে নানা সমস্যায় যখন সেলেকাওরা জর্জরিত, তখন অনেক বেশি শান্ত জার্মানরা। টানা পাঁচ ম্যাচ জিতে লড়াইয়ে নামলেও শেষ তিনটি ম্যাচে মুলারদের খেলায় ধারাবাহিকতা অভাব। মহারণে অবশ্য দলে পরিবর্তন হচ্ছে না। নাম্বার টেন রোলে থাকবেন রেকর্ডে সামনে দাঁড়িয়ে থাকা ক্লোজে। মুলার, ক্রুজ, ওজিল, সোয়াইনস্টাইগারদের নিয়ে গড়া মাঝমাঠে নিঃসন্ধেহে বিশ্বকাপের সেরা।

মঙ্গলের লড়াইয়ের আগে মোট একুশবার মুখোমুখি হয়েছে যুযুধান দু পক্ষ। যার মধ্যে বারোবার জিতেছে ব্রাজিল ও চারবার জিতেছে জার্মানি। বিশ্বকাপে এর আগে মাত্র একবারই মুখোমুখি হয়েছে দু দল। ২০০২ সালের বিশ্বকাপের ফাইনালে জার্মানিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ব্রাজিল। তাই বদলার লড়াইয়ে নামছে জার্মানি।

.