এনক্রিপশন সত্ত্বেও ফের প্রশ্নের মুখে হোয়াটসঅ্যাপের সুরক্ষা
সম্প্রতি তৃতীয় ব্যক্তির নজর এড়াতে হোয়াটসঅ্যাপে চালু হয়েছে এনক্রিপশন। কিন্তু তা সত্ত্বেও ফের প্রশ্নের মুখে হোয়াটসঅ্যাপের সুরক্ষা। ভাবছেন কোনও বিতর্কিত কথোপকথন বা অশ্লীল ছবি ডিলিট করে দিলেই তা মেমরি থেকে চলে যাবে? একদম না। হোয়াটসঅ্যাপ থেকে ডিলিট করা মেসেজ বা ছবি থেকে যাবে মেমরিতেই।
ওয়েব ডেস্ক : সম্প্রতি তৃতীয় ব্যক্তির নজর এড়াতে হোয়াটসঅ্যাপে চালু হয়েছে এনক্রিপশন। কিন্তু তা সত্ত্বেও ফের প্রশ্নের মুখে হোয়াটসঅ্যাপের সুরক্ষা। ভাবছেন কোনও বিতর্কিত কথোপকথন বা অশ্লীল ছবি ডিলিট করে দিলেই তা মেমরি থেকে চলে যাবে? একদম না। হোয়াটসঅ্যাপ থেকে ডিলিট করা মেসেজ বা ছবি থেকে যাবে মেমরিতেই।
আরও পড়ুন, এভাবেই নাকি হোয়াটসঅ্যাপের গোপনীয়তা ভাঙা যায়!
এমনই আশঙ্কার কথা শুনিয়েছেন সুরক্ষা বিশেষজ্ঞরা। তাঁরা বলছেন, কোনও টেক্সট আপনি ডিলিট করুন বা আর্কাইভ করুন বা পুরো কথপোকথনটাই মুছে ফেলুন, তা কিন্তু মোটেই পুরো ডিলিট হচ্ছে না। একমাত্র যদি আপনি আপনার ফোনে হোয়াটসঅ্যাপটি আনইনস্টল করে আবার ডাউনলোড করেন, তবেই সেটা পুরোপুরি মুছে ফেলা সম্ভব।