জিওকে টেক্কা দিতে নতুন ডেটা অফার ভোডাফোনের

Updated By: Oct 20, 2017, 08:42 PM IST
জিওকে টেক্কা দিতে নতুন ডেটা অফার ভোডাফোনের

নিজস্ব প্রতিবেদন: ডেটাযুদ্ধ চলছে। চলছে একে অপরকে টেক্কা দেওয়ার প্রতিযোগিতা। ময়দানে নেমে পড়েছে সমস্ত সার্ভিস প্রোভাইডর। গ্রাহক সংখ্যা বাড়াতে একের পর এক নতুন পরিষেবা নিয়ে আসছে রিলায়েন্স জিও। গ্রাহকরা যেখানে জিও ছাড়া কিছুই ভাবতে পারছেন না, সেখানে গ্রাহকদের জন্য অভাবনীয় ডেটা পরিষেবা নিয়ে এল ভোডাফোন।

আপডেট করলেই পাবেন হোয়াটস অ্যাপের দারুণ সমস্ত ফিচার্স

ভোডাফোনের নতুন পরিষেবায় এবার গ্রাহকরা ১ জিবি ৩জি-৪জি ডেটা ব্যবহারের সুবিধা পেয়ে যাবেন মাত্র ৫৫ টাকায়। আর ২৯ টাকায় ৫০০ এমবি ডেটা। শুনেই চমকে গেলেন তো? কিন্তু চমকে গেলেও, এটাই সত্যি। ভোডাফোনের এই অফারের বৈধতা ২৮ দিনের জন্য। তবে, রিচার্জ করার আগে অবশ্যই দেখে নেবেন, আপনার নম্বরের জন্য অফারটি রয়েছে কিনা।

হাতের নাগালে আইফোন ৭, সৌজন্যে ভারতী এয়ারটেল

.