বেজেল লেস স্ত্রিন, ডুয়াল ক্যামেরা, এটাই নাকি Redmi Note 5?

Updated By: Oct 19, 2017, 06:14 PM IST
বেজেল লেস স্ত্রিন, ডুয়াল ক্যামেরা, এটাই নাকি Redmi Note 5?

নিজস্ব প্রতিবেদন: Redmi Note 4 দিয়ে ইতিমধ্যে ভারতের বাজারে সাড়া ফেলে দিয়েছে Xiaomi. বাজার দখলের প্রতিযোগিতায় সমানে সমানে টক্কর দিচ্ছে Samsung-কে। এই পরিস্থিতিতে ফাঁস হল শাওমির পরবর্তী ফোনের ছবি। গুঞ্জন, এই ফোনই নাকি হতে পারে Redmi Note 5।

সম্প্রতি তাদের নতুন চিপসেট Snapdragon 636 লঞ্চ করেছে Qualcomm. তার পরই চিনা ওয়েবসাইটের প্রকাশ্যে এসেছে শাওমির নতুন ফোনের ছবি। তাতে দেখা যাচ্ছে বেজেল লেস Full HD Plus স্ক্রিন ও ডুয়াল ক্যামেরা।

আরও পড়ুন - দাম বাড়ল Jio-র, ৩৯৯ প্ল্যানের দাম বেড়ে হল ৪৫৯ টাকা

রেডমি নোট ৪-এ রয়েছে Snapdragon 625 চিপসেট। কোয়ালকমের দাবি, 636 চিপসেট অন্তত ৪০ শতাংশ দ্রুত কাজ করতে পারে। বেজেল লেস স্ক্রিনের জন্য বিশেষ ভাবে তৈরি করা হয়েছে এই চিপসেটকে। Redmi Note 4-এর উত্তরসূরীর অপেক্ষায় রয়েছেন Xiaomi-প্রেমীরা। বিশেষজ্ঞদের ধারণা, এই ফোনই রেডমি নোট ৫।

 

.