কম দামেই ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা, আগামী সপ্তাহেই আসছে Vivo Z1x Pro

চলতি বছর জুলাইতেই বাজারে এসেছে Vivo Z1 Pro

Updated By: Aug 29, 2019, 11:44 AM IST
কম দামেই ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা, আগামী সপ্তাহেই আসছে Vivo Z1x Pro

নিজস্ব প্রতিবেদন: বর্তমান স্মার্টফোনের বাজারে ট্রেন্ড- ছোট্ট ওয়াটারড্রপ নচ। দীর্ঘস্থায়ী ব্যাটারি এবং শক্তিশালী RAM এবং প্রসেসরও। বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে কম দামেই বেশি স্পেসিফিকেশন দেওয়ার চ্যালেঞ্জের মুখে সব সংস্থা। আর তার জেরেই কয়েক মাস অন্তর আপডেটেড সংস্করণ আনছে সব স্মার্টফোন নির্মাণকারী সংস্থাই। সেই পথেই হাঁটল Vivo। চলতি বছর জুলাইতেই বাজারে এসেছে Vivo Z1 Pro। এর মধ্যেই সেই ফোনের উন্নত সংস্করণ Vivo Z1x Pro আনতে চলেছে সংস্থা। আগামী সপ্তাহেই ভারতে সেই ফোন লঞ্চ হবে বলে জানিয়েছে সংস্থাটি।

 

উন্নততর পারফরম্যান্স ও অত্যাধুনিক স্পেসিফিকেশন- এই দুটি দিক মাথায় রেখেই Vivo Z1x Pro তৈরি করা হয়েছে বলে জানাল সংস্থা। দামও রাখা হবে মিড সেগমেন্টে। ফলে এই ফোনের ক্রেতারা বেশিরভাগই অল্পবয়সী পড়ুয়ারা হবে বলে মনে করছে Vivo। আর সেই কারণে ফোনের গেমিং পারফরম্যান্সের দিকে বিশেষ নজর দেওয়া হয়েছে। PUBG-এর মতো গেম যাতে সহজেই চলতে পারে সেই দিকে লক্ষ্য রাখা হয়েছে। দেখে নিন Vivo Z1x Pro-এর স্পেসিফিকেশন...

Vivo Z1x Pro-এর স্পেসিফিকেশন ও দাম-

১) ৬.৩৮ ইঞ্চি ফুল আইপিএস এলসিডি ফুল এইচডি ডিসপ্লে। এখনকার স্মার্টফোনের ট্রেন্ড বজায় রেখে এই ফোনের স্ক্রিন টু বডি রেশিও যথেষ্ট বেশি। স্ক্রিনের রেজোলিউশনের বিষয়ে এখনও কিছু জানায়নি সংস্থা। ওয়াটারড্রপ নচে থাকছে সেলফি ক্যামেরা।
২) ফোনের RAM ও ইন্টারনাল স্টোরেজের বিষয়ে এখনও জানায়নি সংস্থা। তবে, যেহেতু Vivo Z1 Pro-তে ৪ জিবি ও ৬ জিবি RAM-এর অপশন ছিল, এক্ষেত্রেও সেই রকমই RAM থাকছে বলে মনে করা হচ্ছে।
৩) Android ৯.০ (Pie) অপারেটিং সিস্টেম। Vivo Z1 Pro-তে ছিল Snapdragon ৭১২AIE চিপসেট। তাই Vivo Z1x Pro-তে আরও শক্তিশালী প্রসেসর থাকবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
৪) Vivo Z1x Pro-এর অন্যতম আকর্ষণ নিঃসন্দেহে ক্যামেরা। প্রযুক্তি বিষয়ক পোর্টাল স্মার্টপ্রিক্সের রিপোর্ট অনুযায়ী ৪৮ মেগাপিক্সেলের Samsung ISOCELL GM1 sensor থাকবে এই স্মার্টফোনের ক্যামেরায়। ফলে কম আলোতেও ঝকঝকে ছবি তুলতে কোনও সমস্যা হবে না।
৫) এই ফোনে থাকছে ৪,৫০০ mAh-এর নন রিমুভেবল ব্যাটারি। অর্থাত্ ব্য়াটারি বেশ দীর্ঘস্থায়ী। এর সঙ্গেই থাকছে ২২.৫w ফাস্ট চার্জিং-এর সুবিধা। কানেক্টিভিটির জন্য থাকছে 4G LTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, GPS/ A-GPS আর একটি USB Type-C port।
৬) Vivo Z1x Pro-এর দাম ১৫,০০০ টাকার আশেপাশে রাখা হতে পারে বলে মনে করা হচ্ছে। আগামী ৬ সেপ্টেম্বর Flipkart-এ লঞ্চ হবে Vivo Z1x Pro।

আরও পড়ুন - চাঁদের আরও কাছে পৌঁছাল চন্দ্রযান-২! আর মাত্র ১১ দিনের অপেক্ষা

.