হোয়াটসঅ্যাপের পর এবার মেসেঞ্জারেও এই সুবিধা!

আপনার ব্যক্তিগত কথা, চ্যাটিং আপনি সবসময়ই চাইবেন গোপন রাখতে। তৃতীয় ব্যক্তির নজর এড়িয়ে সুরক্ষিত রাখতে। এই লক্ষ্যে হোয়াটসঅ্যাপের পর এবার ফেসবুক মেসেঞ্জার।

Updated By: Jul 9, 2016, 01:05 PM IST
হোয়াটসঅ্যাপের পর এবার মেসেঞ্জারেও এই সুবিধা!

ওয়েব ডেস্ক : আপনার ব্যক্তিগত কথা, চ্যাটিং আপনি সবসময়ই চাইবেন গোপন রাখতে। তৃতীয় ব্যক্তির নজর এড়িয়ে সুরক্ষিত রাখতে। এই লক্ষ্যে হোয়াটসঅ্যাপের পর এবার ফেসবুক মেসেঞ্জার।

কিছুদিন আগেই হোয়াটসঅ্যাপ ওয়ান-টু-ওয়ান কথোপকথনকে আরও সুরক্ষা দেওয়ার জন্য এনক্রিপশন চালু করেছে। এখন হোয়াটসঅ্যাপে দুজনের মধ্যে কথোপকথনের পুরোটাই এনক্রিপটেড। এবার মেসেঞ্জারেও সেই সুবিধা নিয়ে আসতে চলেছে ফেসবুক। ইতিমধ্যেই মেসেঞ্জারে পরীক্ষামূলকভাবে চালু হয়ে গেছে এনক্রিপটেড চ্যাট। এমনকী সেইসঙ্গে আরও একটি ফিচার নিয়ে আসতে চলেছে ফেসবুক। আপনি চাইলে এখন থেকে টাইমিংও দিতে পারবেন মেসেঞ্জারের চ্যাটকে। ফলে ওই নির্দিষ্ট সময় পর্যন্তই অপর পক্ষ সেই চ্যাট দেখতে পারবেন।

.