স্পেস স্টেশন থেকে সরাসরি দেখুন মহাকাশচারীর যন্ত্রাংশ মেরামত LIVE

আকাশটাকে ভালবাসেন? খুব একা হয়ে গেলে, দিনের শেষে ওই আকাশের দিকেই তাকিয়ে থাকেন?

Updated By: Nov 6, 2015, 09:01 PM IST


ওয়েব ডেস্ক: আকাশটাকে ভালবাসেন? খুব একা হয়ে গেলে, দিনের শেষে ওই আকাশের দিকেই তাকিয়ে থাকেন?

যদি আপনি একটু বয়সি মানুষ, বাঙালিয়ানায় ভরপুর হন, তাহলে নিশ্চয়ই মনের মধ্যে গুনগুন করে ওঠেন, বড় একা লাগে, এই আঁধারে, মেঘেরও খেলা আকাশও পাড়ে..।

আর যদি আপনি আজকের সদ্য যুবক বা যুবতী হন, তাহলে বড় জোর গানের কলিটা পাল্টান। কিন্তু মন যে একইরকম অনুভূতি জাগায়।

যে আকাশে নিজেকে একা অনুভব করতে পারেন, সেই আকাশে অন্যকে দেখে একবার নিজের সঙ্গে মিলিয়েই দেখুন না। নাসার স্পেস স্টেশনের বাইরেও অনেক সময় যন্ত্রাংশ মেরামত করতে হয়। এখনও তেমনই হচ্ছে। আর আপনি সেটা দেখতে পাচ্ছেন লাইভ। মানে সরাসরি।

একবার বুকের বাঁ দিকটায় হাত রেখে ভাবুনই না, ওই মানুষটা আপনি। চোখ ভরে ভিডিওটা দেখুন। ওই মানুষটার মধ্যে নিজেকে খুঁজে পান আগামী কিছুক্ষণ। দেখবেন, কাল সকালটা অনেক বেশি আত্মবিশ্বাসী হয়ে শুরু করবেন।

 

.