স্মার্টফোন জানিয়ে দেবে আপনি গর্ভবতী কিনা

আর দরকার হবে না প্রেগনেন্সি টেস্ট কিটের। একদিন স্মার্টফোনই জানিয়ে দেবে আপনি প্রেগন্যান্ট কিনা। জার্মানির হ্যানোভার ইউনিভর্সিটির হ্যানোভার সেন্টার ফর টেকনোলজির গবেষকরা স্মার্টফোনের জন্য তৈরি করেছেন এমনই এক ফাইবার অপটিক সেন্সর যার সাহায্যে ডায়বেটিস, প্রেগনেন্সি সহ একাধিক বায়োমলিকিউলার টেস্ট করা যাবে।

Updated By: Jul 2, 2015, 05:20 PM IST
স্মার্টফোন জানিয়ে দেবে আপনি গর্ভবতী কিনা

ওয়েব ডেস্ক: আর দরকার হবে না প্রেগনেন্সি টেস্ট কিটের। একদিন স্মার্টফোনই জানিয়ে দেবে আপনি প্রেগন্যান্ট কিনা। জার্মানির হ্যানোভার ইউনিভর্সিটির হ্যানোভার সেন্টার ফর টেকনোলজির গবেষকরা স্মার্টফোনের জন্য তৈরি করেছেন এমনই এক ফাইবার অপটিক সেন্সর যার সাহায্যে ডায়বেটিস, প্রেগনেন্সি সহ একাধিক বায়োমলিকিউলার টেস্ট করা যাবে।

স্মার্টফোনের সেন্সর বডি ফ্লুইড, রক্ত, ইউরিন, লালা, ঘাম ও নিশ্বাস পরীক্ষা করতে পারবে। এমনকী, এই সেন্সরের সঙ্গে জিপিএস সিগনাল যুক্ত করলে তা জানিয়ে দেবে আপনার পার্শবর্তী ওষুধের দোকান, হাসপাতাল বা অ্যাম্বুলেন্সের হদিসও। সারফেস প্লাসমন রিজোনেন্সের সাহায্যে কাজ করে এই সেন্সর।

অপটিকস এক্সপ্রেসে প্রকাশিত হয়েছে এই গবেষনা।

 

.