গ্রিনল্যান্ডে বরফ গলছে অস্বাভাবিক হারে! বিজ্ঞানীদের চিন্তা বাড়াল উপগ্রহ চিত্র
প্রায় ৭২ কিলোমিটার জুড়ে ছড়িয়ে থাকা বরফের পুরু চাদর গলে প্রায় ১০ কিলোমিটারের মতো কমে গিয়েছে, যা দেখে চিন্তার ভাঁজ পড়েছে বিজ্ঞানীদের কপালে।
নিজস্ব প্রতিবেদন: জুলাই মাসেই প্রায় ১৯ কোটি ৭০ লক্ষ টন বরফ গলে অতলান্তিক মহাসাগরে মিসেছে। ডেনিশ মিটিওরোলজিক্যাল ইন্সটিটিউট-এর গবেষক রুথ মটরাম জানান, উষ্ণায়নের প্রভাবে যে অস্বাভাবিক হারে বরফ গলছে, তা ধরা পড়েছে উপগ্রহ চিত্রে। ইউরোপীয় উপগ্রহ নেটওয়ার্ক সেন্টিনেল-এর এই উপগ্রহ চিত্র চিন্তা বাড়িয়েছে।
Every picture tells a story
Here’s the extent of the #Greenland melt in August 2018 and 2019, seen from space
The slider version shows it in even starker fashionhttps://t.co/zWx9fASEji
(courtesy of @Pierre_Markuse https://t.co/kEBQBTWuMz) pic.twitter.com/Up2d9eJGAw
— WMO | OMM (@WMO) August 6, 2019
উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে, গ্রিনল্যান্ডের বেশ কয়েকটি বড় জলাশয়ের বরফ একেবারে গলে গিয়েছে। শুধু তাই নয়, প্রায় ৭২ কিলোমিটার জুড়ে ছড়িয়ে থাকা বরফের পুরু চাদর গলে প্রায় ১০ কিলোমিটারের মতো কমে গিয়েছে, যা দেখে চিন্তার ভাঁজ পড়েছে বিজ্ঞানীদের কপালে। মাত্র এক বছরের মধ্যে গ্রিনল্যান্ডের বরফের চাদর অনেকটাই গলে গিয়েছে, যা স্পষ্ট ভাবে ধরা পড়েছে এই উপগ্রহ চিত্রে।
Melt ponds in western Greenland, active 2019 wildfire, and 2017 wildfire burn scar, #Greenland 1 August 2019 Enh. nat. col. #Copernicus #Sentinel-3 Full-size: https://t.co/Ecm3eT0erI #RemoteSensing #Wildfire Image is about 380 kilometers wide pic.twitter.com/HBHnffMeJX
— Pierre Markuse (@Pierre_Markuse) August 2, 2019
মাস দু’য়েক আগে জুন মাসেই মাত্র ২৪ ঘণ্টার মধ্যে ২ বিলিয়ান টন (যা প্রায় ১ লক্ষ ৮১ হাজার ৪৩৭ কোটি কিলোগ্রাম) ওজনের পাহাড়-সমান বরফের চাঁই গলে যাওয়ার ঘটনা চমকে দিয়েছিল পরিবেশ বিজ্ঞানীদের।
আরও পড়ুন: সূর্যের আলোতেই চার্জ হবে ব্যাটারি, নতুন স্মার্টফোন বানাচ্ছে Xiaomi
এই বরফ গলে যাওয়ার প্রসঙ্গে জর্জিয়া ইউনিভার্সিটির পরিবেশ বিজ্ঞানী গবেষক থমাস মোটি জানান, বিগত প্রায় দু’ দশক ধরে গ্রিনল্যান্ডের ধারাবাহিক ভাবে বরফ গলে যাওয়ার ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতাও ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। চিন্তার বিষয় হল, এই বরফ গলার পরিমাণও ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। পরিবেশ বিজ্ঞানীরা জানাচ্ছেন, ৩৬০ গিগাটন বরফ গলার ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ১ মিলিমিটার বৃদ্ধি পায়। দিনের পর দিন যে ভাবে বরফ গলার পরিমাণ বেড়ে চলেছে, তাতে রীতিমতো শঙ্কিত বিশ্বের তাবড় পরিবেশ বিজ্ঞানীরা।