Paytm layoffs: ঘুরে দাঁড়িয়েও রক্তক্ষরণ, ক্লান্ত! ২০% কর্মী ছাঁটাইয়ের পথে Paytm

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফের কর্মী ছাঁটাই পেটিএমে! Paytm-এর মূল কোম্পানি One97 কমিউনিকেশন, তার মার্চ ত্রৈমাসিকে ডিজিটাল ফার্মের লোকসান হওয়ার পরেই ২০ শতাংশ কর্মী ছাঁটাইয়ের আশঙ্কার কথা জানিয়েছে। ফিনান্সিয়াল এক্সপ্রেসের এক রিপোর্টে বলা হয়, Paytm সিইও অপারেশনাল খরচ কমানোর ইঙ্গিত দিয়েছিলেন, যার মধ্যে আরও দক্ষ সাংগঠনিক কাঠামোর জন্য AI ব্যবহার করার কথাও চলছে।

আরও পড়ুন, Cyber Fraud: সর্বনাশ! অচিরেই বন্ধ হয়ে যাচ্ছে ১৮ লক্ষ সিম কার্ড! আপনার নম্বরটিও তালিকায় আছে কি না, দ্রুত জেনে নিন...

বিজয় শেখর শর্মা, ২২মে একটি এক্সচেঞ্জ ফাইলিংয়ে বলেছেন, "AI এর ক্ষমতায় জোর দিয়ে এবং মূল ব্যবসায় ফোকাস করে, আমরা লিনিয়র সংস্থার কাঠামো-সহ উল্লেখযোগ্যভাবে ব্যয় সংকোচনের উপরও কাজ করছি।" পেটিএম আগেও কয়েক দফায় কর্মী ছাঁটাই করেছে। পেটিএম-এর প্রায় ১০ শতাংশ কর্মী বিগত কয়েক মাসে চাকরি হারিয়েছেন। এদিকে সংস্থার অর্থনৈতিক কাঠামোকেও নতুন ধাঁচে গড়ে তুলছে পেটিএম। এরই মধ্যেই বিনিয়োগের ঘাটতি দেখা দিয়েছে।

২০২৩ সালের আর্থিক বছরে, কোম্পানির গড়ে ৩২,৭৯৮ অন-রোল কর্মী ছিল, যার মধ্যে ২৯,৫০৩ সক্রিয় অন-রোল ছিল। কর্মী প্রতি গড় খরচ দাঁড়িয়েছে ৭.৮৭ লক্ষ টাকা। FY24-এ, মোট খরচ বছরে ৩৪% বেড়ে দাঁড়িয়েছে ৩,১২৪ কোটি টাকা, যেখানে কর্মচারীর গড় খরচ বেড়েছে ১০.৬ লক্ষ টাকা। ক্রমবর্ধমান ক্ষতির প্রতিক্রিয়া হিসাবে, কোম্পানির লক্ষ্য কর্মচারী খরচে ৪০০-৫০০ কোটি টাকা সাশ্রয় করা, তাই ৫ হাজার থেকে ৬,৩০০ কর্মচারী ছাঁটাই করতে পারে।

ছোট পরিমাণ ঋণ বা 'এখন কিনুন, পরে টাকা দিন'-এর মতো পরিষেবা নিষিদ্ধ করে দিয়েছে আরবিআই। ফলে সংস্থা সেই বিভাগ বন্ধ করতে বাধ্য হয়েছে। 

আরও পড়ুন, Railway Track on Moon: অচিরেই চাঁদের মাটিতে ছুটবে ট্রেন! কোমর বেঁধে নেমে পড়েছে নাসা...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

English Title: 
Paytm layoffs Digital payment firm may cut workforce by 20%, says report
News Source: 
Home Title: 

ঘুরে দাঁড়িয়েও রক্তক্ষরণ, ক্লান্ত! ২০% কর্মী ছাঁটাইয়ের পথে Paytm 

Paytm layoffs: ঘুরে দাঁড়িয়েও রক্তক্ষরণ, ক্লান্ত! ২০% কর্মী ছাঁটাইয়ের পথে Paytm
Caption: 
ফাইল ছবি
Yes
Is Blog?: 
No