ভারতে ৫জি পরিষেবা আনতে গাঁটছড়া বাধল এয়ারটেল ও নোকিয়া

ভারতে ইন্টারনেট পরিষেবায় ২০১৬ সালে বিপ্লব এনেছে রিলায়েন্স জিও। সেই বিপ্লবে আরও জোয়ার আনতে স্যামসংয়ের সঙ্গে গাঁটছড়া বেধে দেশে ৫জি পরিষেবা আনার চেষ্টাতেও নেমেছে জিও। এবার স্যামসং ও জিওকে টেক্কা দিতে নোকিয়া ও ভারতি এয়ারটেল গাঁটছড়া বাধল। তারাও চলতি বছরই ভারতে ৫জি পরিষেবা আনতে চলছে।

Updated By: Mar 1, 2017, 09:39 PM IST
ভারতে ৫জি পরিষেবা আনতে গাঁটছড়া বাধল এয়ারটেল ও নোকিয়া

ওয়েব ডেস্ক : ভারতে ইন্টারনেট পরিষেবায় ২০১৬ সালে বিপ্লব এনেছে রিলায়েন্স জিও। সেই বিপ্লবে আরও জোয়ার আনতে স্যামসংয়ের সঙ্গে গাঁটছড়া বেধে দেশে ৫জি পরিষেবা আনার চেষ্টাতেও নেমেছে জিও। এবার স্যামসং ও জিওকে টেক্কা দিতে নোকিয়া ও ভারতি এয়ারটেল গাঁটছড়া বাধল। তারাও চলতি বছরই ভারতে ৫জি পরিষেবা আনতে চলছে।

আরও পড়ুন- ভারতে ৫জি প্রযুক্তি নিয়ে আসবে রিলায়েন্স জিও, গাঁটছড়া স্যামসাংয়ের সঙ্গে

৫জি প্রযুক্তি যুক্ত loT ডিভাইস তৈরি করবে নোকিয়া। আর তার মাধ্যমেই এই ৫জি পরিষেবা দেওয়া হবে।

এয়ারটেলের পক্ষ থেকে জানানো হয়েছে, এই পরিষেবা চালু হলে দেশে যুগান্তর আসবে। একদিকে, মোবাইল নেটওয়ার্ক থাকবে দুর্দান্ত, অন্যদিকে ইন্টারনেটের স্পিডও হবে ভয়ঙ্কর। এয়ারটেলের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, নতুন পরিষেবাটি যুক্ত হলে গ্রহাক সংখ্যাতেও বৃদ্ধি হবে চোখে পড়ার মতো।

.