Motorola নিয়ে এল নতুন মডেল Moto G8 Power Lite

ইউরোপ ও লাতিন আমেরিকার বিভিন্ন দেশে লঞ্চ করেছে এই ফোন। কিন্তু এখনও বিক্রি শুরু হয়নি। 

Updated By: Apr 4, 2020, 01:39 PM IST
Motorola নিয়ে এল নতুন মডেল Moto G8 Power Lite

নিজস্ব প্রতিবেদন— Motorola এবার বাজারে নিয়ে এল নতুন মডেল Moto G8 Power Lite। ইউরোপ ও লাতিন আমেরিকার বিভিন্ন দেশে লঞ্চ করেছে এই ফোন। কিন্তু এখনও বিক্রি শুরু হয়নি। একটি রিপোর্টে জানা গিয়েছে, জার্মানি ও মেক্সিকোতে প্রথম বিক্রি শুরু হবে। পরে আমেরিকা, ইউরোপ, এশিয়ার বিভিন্ন দেশে বিক্রি শুরু হবে। Motorola এর নতুন মডেল সামনে আসার পরই জানা গিয়েছে ফোনের স্পেসিফিকেশন ও দাম। আসুন দেখে নেওয়া যাক Moto G8 Power Lite এর স্পেসফিকেশন ও দাম। 

আরও পড়ুন— WhatsApp-এ নতুন ফিচার; এ বার একসঙ্গে লগ ইন করা যাবে একাধিক ডিভাইসে!

Moto G8 Power Lite এর স্পেসফিকেশন ও দাম :

১) এই ফোনের ভিতরে থাকছে MediaTek Helio P35 চিপসেট।

২) ৬.৫ ইঞ্চির ডিসপ্লে থাকছে এই ফোনে। 

৩) এই ফোনে Android 9 অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়েছে।

৪) ৪ জিবি RAM ও ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ থাকছে এই ফোনে।

৫) ফোনের পিছনে থাকছে তিনটি ক্যামেরা। ১৬ মেগাপিক্সল ক্যামেরা + ২ মেগাপিক্সল + ২ মেগাপিক্সেল ক্যামেরা। আর সামনে থাকছে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। 

৬) ৫০০০ ব্যাটারি থাকছে এই ফোনে।

৭) এই ফোনের ওজন ২০০ গ্রাম।

৮) নীল রঙে পাওয়া যাবে এই ফোন।

৯) এই ফোনের দাম ১৬৯ ইউরো হতে পারে। যা ভারতীয় মুদ্রায় ১৩,৯০০ টাকা।

.