WhatsApp-এ নতুন ফিচার; এ বার একসঙ্গে লগ ইন করা যাবে একাধিক ডিভাইসে!
মাল্টি ডিভাইস সাপোর্ট নিয়ে শীঘ্রই নতুন আপডেট লঞ্চ করতে চলেছে এই সংস্থা।
নিজস্ব প্রতিবেদন: লকডাউনে ইন্টারনেটের গতি স্বাভাবিক রাখতে সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে WhatsApp। WhatsApp স্ট্যাটাসে এখন থেকে আর ১৫ সেকেন্ডের বেশি ভিডিও দেওয়া যাবে বলে জানিয়ে দিয়েছে এই সংস্থা। এবার খবর মিলল, মাল্টি ডিভাইস সাপোর্ট নিয়ে শীঘ্রই নতুন আপডেট লঞ্চ করতে চলেছে এই সংস্থা।
কী এই মাল্টি ডিভাইস সাপোর্ট? এই আপডেট কার্যকর হলে একটি WhatsApp অ্যাকাউন্ট থেকে একাধিক ডিভাইসে একই সঙ্গে লগ ইন করা সম্ভব হবে। জানা গিয়েছে, একাধিক ডিভাইস থেকে লগ ইন করলে সমস্ত চ্যাট কনট্যাক্টকেই এ বিষয়ে জানিয়ে দেবে WhatsApp। দীর্ঘদিন ধরেই মাল্টি ডিভাইস সাপোর্ট নিয়ে কাজ করছে এই সংস্থা। গত বছর iPhone বিটা ভার্সনে প্রথম এই ফিচার দেখা গিয়েছিল।
আরও পড়ুন: হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে করোনা আক্রান্ত রোগীদের ওষুধ, খাবার পৌঁছে দেবে রোবট!
জানা গিয়েছে, এ বার Android বিটা ভার্সনে এই ফিচার আপডেট পাঠিয়েছে বিশ্বের জনপ্রিয় এই মেসেজিং অ্যাপ। এ ছাড়াও নাম বদলে ডিলিট মেসেজ ফিচার ফিরছে WhatsApp-এর নতুন বিটা ভার্সনে।