মোবাইল ফোন তাড়াতাড়ি চার্জ করার সেরা উপায়
আজকের দিনে মোবাইল ফোন ছাড়া এক মুহূর্তও আর কজনের চলে? আর কিছু থাক না থাক, মোবাইল ফোনটা সবসময় হাতের কাছে চাই। কিন্তু সমস্যা আছে তাতেও।আপনি বেরিয়েছেন রাস্তায়। মোবাইল ফোনটাও রয়েছে আপনার সঙ্গে। কিন্তু মোবাইল ফোনের চার্জ গিয়েছে হয়তো ফুরিয়ে। সেক্ষেত্রে যদি অন্য কারও চার্জারটা একটু হাতে পানও, তাঁকে তো সেটা তাড়াতাড়ি ফিরিয়ে দিতে হবে।
ওয়েব ডেস্ক: আজকের দিনে মোবাইল ফোন ছাড়া এক মুহূর্তও আর কজনের চলে? আর কিছু থাক না থাক, মোবাইল ফোনটা সবসময় হাতের কাছে চাই। কিন্তু সমস্যা আছে তাতেও।আপনি বেরিয়েছেন রাস্তায়। মোবাইল ফোনটাও রয়েছে আপনার সঙ্গে। কিন্তু মোবাইল ফোনের চার্জ গিয়েছে হয়তো ফুরিয়ে। সেক্ষেত্রে যদি অন্য কারও চার্জারটা একটু হাতে পানও, তাঁকে তো সেটা তাড়াতাড়ি ফিরিয়ে দিতে হবে।
সেইজন্য চটজলদি মোবাইল চার্জ হওয়ার একটা উপায় বলে দিই। আপনার মোবাইল ফোন Airplane mode বা flight mode –এ সেটিং করে দিলে তিন গুণ কম সময়ে চার্জ হয়। কখনও পরীক্ষা করে দেখে নিতে পারেন। চটজলদি উপকার পাবেন।