অবিশ্বাস্য ফিচার্স নিয়ে বাজারে জলের দরে স্মার্টফোন!

Updated By: Aug 23, 2017, 01:42 PM IST
অবিশ্বাস্য ফিচার্স নিয়ে বাজারে জলের দরে স্মার্টফোন!

ওয়েব ডেস্ক: ভারতের বাজারে লঞ্চ করল মাইক্রোম্যাক্স ক্যানভাস সিরিজের নতুন স্মার্টফোন ক্যানভাস ইনফিনিটি। কম দামে এই ফোনে রয়েছে অবিশ্বাস্য সব ফিচার। আমাজন ইন্ডিয়া-তে বিশেষ ছাড়ে এই ফোনটি পাওয়া যাবে বলে জানিয়েছে মাইক্রোম্যাক্স। কিন্তু তার জন্য প্রি-রেজিস্ট্রেশন করতে হবে। 

ফোনটির দাম দেশের বাজারে ৯,৯৯৯ টাকা বলে জানা গিয়েছে। এক ঝলকে জেনে নিন মাইক্রোম্যাক্স ‘ক্যানভাস ইনফিনিটি’-র ফিচার্স— 

• ৭২০x১৪৪০ পিক্সেল রেজলিউশন 
• ৩ জিবি র‌্যাম 
• এলইডি ফ্ল্যাশ-সহ ১৬ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা
• কানেক্টিভিটি— ৪জি ভোল্টই ওয়াই ফাই, ব্লুটুথ, জিপিএস, 
• ৩২ জিবি ইন্টারনাল মেমরি। ১২৮ জিবি পর্যন্ত এক্সপ্যান্ডেবল মেমরি
• ফিঙ্গারপ্রিন্ট সেন্সর 

 এই ফোনটির বিশেষত্ব হল এর ডিসপ্লে। এই ফোনের স্ক্রিনে এমন একটি ফিচার রয়েছে, যা এত সস্তায় আর অন্য কোনও ফোন দিতে পারেনি। দেশে এই ফিচার-সহ সবচেয়ে সস্তার ফোনটি হল এলজি কিউ৬, যার দাম ১৪,৯৯০ টাকা। মাইক্রোম্যাক্সের এই ফোনটি আরও সস্তায় বাজারে আসছে। এ ছাড়াও, এই ফোনে রয়েছে ১৬ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। 

 

.