অ্যাপ না থাকলেও কেবল মেসেজ পাঠিয়েই এইভাবে বুক করুন ওলা ক্যাব

Updated By: Aug 23, 2017, 12:20 PM IST
অ্যাপ না থাকলেও কেবল মেসেজ পাঠিয়েই এইভাবে বুক করুন ওলা ক্যাব

ওয়েব ডেস্ক: ট্যাক্সি না পেয়ে পেয়ে হয়রান। ফোনে অ্যাপটাও ডাউনলোড করা নেই। নয়তো আপনার হাতে অ্যানড্রয়েড ফোনটাই নেই। কিন্তু চিন্তা করার কারণ নেই। এবার অ্যাপ ছাড়াই আপনি যে কোনও সময়ে বুক করে নিতে পারবেন ওলা ক্যাব। শুধু তাই নয়, ফোনে ইন্টারনেট না থাকলেও আপনি ওলা ক্যাব বুক করে নিতে পারবেন।

সংস্থার তরফে জানানো হয়েছে, এবার থেকে ডেস্কটপ বা অ্যানড্রয়েডহীন মোবাইলের ব্রাউজার থেকে ওলা ক্যাব বুক করা যাবে। ডেস্কটপ, মোবাইল বা ট্যাবলেট থেকে www.olacabs.com ওয়েবসাইট থেকেও বুক করা যাবে ক্যাব ৷ এমনকি ২জি নেট স্পিডেও বুকিংয়ে কোনও সমস্যা হবে না ৷

এছাড়াও Yatra.com এ বুক করা যাবে ওলা ক্যাব। ওলা নিজের অ্যাপ্লিকেশন ইন্টারফেশ Yatra.com এ নথিভুক্ত করেছে। যাত্রা ডট কমের সাহায্যে ট্রাভেল পোর্টালের ব্যবহারকারীদের কাছে পৌঁছে যেতে পারবে ওলা৷

 

এমনকি ইন্টারনেট ছাড়াও বুক করা যাবে ওলা ক্যাব। এই পদ্ধতি জেনে নিনি..

১. ইন্টারনেট কানেকশন ছাড়া ওলা অ্যাপে গিয়ে ক্যাব বুক করতে চাইলে আপনার কাছে দুটি অপশন দেখাবে- রিট্রাই বা বুক ভাইয়া এসএমএস ৷

২. যদি আপনি ইন্টারেনেটের মাধ্যমে বুক করতে চান তাহলে রিট্রাই করুন ৷ কিন্তু তা না হলে দ্বিতীয় অপশনে ক্লিক করুন ৷

৩. বুক ভাইয়া এসএমএস- এ ক্লিক করলে মেসেজের মাধ্যমে ওলা ক্যাব বুক করার রিকোয়েস্ট পাঠানো যাবে।

৪. মেসেজ পাঠালে গ্রাহককের কাছে কাছাকাছি কী গাড়ি আছে তা জানিয়ে একটি মেসেজ পাঠানো হয় ৷

৫. এরপর কোন ক্যাটেগরির গাড়ি বুক করতে চান সেটা আপনাকে জানাতে হবে। নির্দিষ্ট গাড়ি সিলেক্ট করে আবার পাঠাতে হবে এসএমএস।

৬. আপনার গাড়ির নম্বর ও ড্রাইভারের ফোন নম্বর আপনাকে মেসেজের মাধ্যমে পাঠানো হবে৷

.