হার্ড কপির দিন শেষ! এবার থেকে স্মার্টফোনেই রাখুন আধার কার্ড

Updated By: Jul 19, 2017, 02:11 PM IST
হার্ড কপির দিন শেষ! এবার থেকে স্মার্টফোনেই রাখুন আধার কার্ড

ওয়েব ডেস্ক: নতুন অ্যাপ লঞ্চ করল ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অব ইন্ডিয়া (UIDAI)। যার মাধ্যমে গ্রাহক খুব সহজেই স্মার্টফোনে সুরক্ষিত রাখতে পারবেন নিজের আধার কার্ড। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা গুগল প্লে স্টোর থেকে এই অ্যাপলিকেশন ডাউনলোড করতে পারেন। অ্যাপেলে এই অ্যাপলিকেশন এখনও আসেনি। গুগল প্লে-তে গিয়ে 'mAadhar'' সার্চ করলেই এই নতুন অ্যাপটি পাওয়া যাবে। উল্লেখ্য, এই অ্যাপলিকেশন ব্যবহার করার জন্য স্মার্টফোন ব্যবহারকারীর প্রয়োজন একটি রেজিস্ট্রার করা মোবাইল নম্বর। আরও পড়ুন- ১লা জানুয়ারি'১৮ থেকে মোবাইলে বাধ্যতামূলক GPS 

এই নতুন অ্যাপলিকেশন আসার কারণে, এখন থেকে আর আলাদা করে আধার কার্ডের হার্ড কপি নিয়ে ঘুরে বেড়ানোর প্রয়োজন হবে না কারোরই। প্রয়োজন পড়লে অ্যাপলিকেশন থেকেই আধার কার্ড ডাউনলোড করা যাবে এবং তা প্রিন্টও করাতে পারবেন উপভোক্তারা। এছাড়াও আধার সংক্রান্ত যাবতীয় আপডেটও এই অ্যাপলিকেশনের মাধ্যমে করতে পারবে গ্রাহকরা, জানিয়েছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অব ইন্ডিয়া (UIDAI)। আরও পড়ুন- আর ডাউনলোড করা যাবে না ফেসবুক প্রোফাইল পিকচার

.