ফোন কিনলেই ১০০ জিবি ডেটা ফ্রি

Updated By: Jul 18, 2017, 08:03 PM IST
ফোন কিনলেই ১০০ জিবি ডেটা ফ্রি

ওয়েব ডেস্ক: জিওয়ামি এমআই ম্যাক্স টু, এই ফোন কিনলেই ১০০ জিবি ডেটা ফ্রি। ৪ জিবি RAM, ৬৪ জিবি স্টোরেজ বিশিষ্ট এই ফোন কিনলে রিলায়েন্স জিও নেটওয়ার্কে মিলবে ১০০ জিবি অতিরিক্ত ডেটা, এমনই ঘোষণা করেছে মোবাইল প্রস্তুতকারক চাইনিজ সংস্থা জিওয়ামি। ভারতীয় টাকায় এই ফোনের দাম ১৬,৯৯৯ টাকা। এর আগে অবশ্য এমআই ম্যাক্স প্রাইম ( ৪ জিবি RAM, ১২৮ জিবি স্টোরেজ) বাজারে নিয়ে এসেছিল জিওয়ামি, দাম ছিল ১৯,৯৯৯। 

উল্লেখ্য, এর আগেও জিওয়ামি তাদের রেডমি ফোর, রেডমি নোট ফোর, রেডমি ফোর এ মোবাইল কিনলে ৩০ জিবি পর্যন্ত এক্সট্রা ডেটা পরিষেবার অফার দিয়েছিল জিওয়ামি। এবার সেই পথেই আবারাও হাটল জিওয়ামি। ২০ জুলাই থেকে চালু হবে সেল, চলবে ২৭ জুলাই পর্যন্তই। তখনই  জিওয়ামি এমআই ম্যাক্স টু কিনলে জিও গ্রাহকরা পেয়ে যাবেন ১০০ জিবি ফ্রি ডেটা। আরও পড়ুন- ১লা জানুয়ারি'১৮ থেকে মোবাইলে বাধ্যতামূলক GPS

.