Indian Industrial News: জার্মান জায়ান্টের সঙ্গে জুড়ল কলকাতার সংস্থা, ১০০০ কোটির টার্গেটে এবার হবে বিশাল...
Lalbaba Engineering Group: লালবাবা ইঞ্জিনিয়ারিং গ্রুপ গাঁটছড়া বাঁধল জার্মানির পপি প্লাস পটহফের সঙ্গে। কলকাতার সংস্থার পাখির চোখ ২০২৪-২৫ আর্থিক বর্ষে ১০০০ কোটি টাকার রাজস্ব আদায় করা...
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারতীয় শিল্পদুনিয়ায় লালবাবা ইঞ্জিনিয়ারিং গ্রুপের (Lalbaba Engineering Group) আজ আর নতুন করে পরিচয়ের কোনও প্রয়োজন নেই। সিমলেস টিউব ও অটোমোবাইল শিল্পের সঙ্গেই কলকাতার এই সংস্থা ইস্পাত নির্মাণেও অগ্রণী ভূমিকা নিয়েছে।
সংস্থা তাদের ৬০ তম বার্ষিকীতে বিরাট ঘোষণা করল। বাইপাসের ধারের এক পাঁচতারা হোটেলে সাংবাদিক বৈঠক করে লালবাবা ইঞ্জিনিয়ারিং গ্রুপ জানিয়েছে যে, তারা ১০০ বছরের পুরনো জার্মান টিউব ম্যানুফ্যাকচারিং জায়ান্ট পপি প্লাস পটহফের (Poppe+Potthoff) সঙ্গে গাঁটছড়া বাঁধল হরিয়ানায় কারখানা তৈরির জন্য়। যেখানে সিমলেস টিউব তৈরি হবে অটোমোবাইল শিল্পের জন্য়।
আরও পড়ুন: 'মানুষ 4G-5G নিয়ে ভাবিত নন', শহরে জুড়ছে আরও ৯ স্টোর, আন্তর্জাতিক স্বীকৃতি পেল Vi
অনুষ্ঠানে লালবাবা ইঞ্জিনিয়ারিং গ্রুপের ম্য়ানেজিং ডিরেক্টর কিশান ধানুকা বলেন, 'আমাদের জার্মান পার্টনার পপি প্লাস পটহফ বিশ্বে শীর্ষস্থানীয়। আমরা ৫০: ৫০ অংশীদারিত্বে হরিয়ানায় কারখানা নির্মাণ করছি। আমাদের পরিকল্পিত বিনিয়োগ প্রায় ২০০ কোটি টাকা। গ্রাহকদের কাছাকাছি আসতে চেয়েছিলাম বলেই আমরা হরিয়ানাকে বেছে নিয়েছি কারখানা তৈরির জন্য়। দেখতে গেলে মারুতি ও হন্ডার এবং মতো অটোমেকার রয়েছে সেখানে। আগামী দিনে আমরা যদি মনে করি যে, সারা দেশ বা বিশ্বব্যাপী অন্যান্য অটোমোবাইল হাবগুলিতে কারখানা তৈরির প্রয়োজন রয়েছে, তাহলে সেদিকেও কিন্তু আমরা মুখিয়ে থাকব। হরিয়ানার কারখানায় ১৫ হাজার টন সিমলেস টিউব উত্পাদনের ক্ষমতা রয়েছে।'
লালবাবা ইঞ্জিনিয়ারিং গ্রুপ ২০২৩-২৪ অর্থবর্ষে ৭৫০ কোটি টাকা রাজস্ব আয় করেছে। সংস্থার পাখির চোখ ২০২৪-২৫ বর্ষে তা ১০০০ কোটি টাকা করা। ২৫ শতাংশ বৃদ্ধির দিকেই নজর লালবাবা ইঞ্জিনিয়ারিং গ্রুপের। লালবাবা ইঞ্জিনিয়ারিং গ্রুপের বাংলায় রয়েছে চারটি কারখানা- বেলুড়, হলদিয়া, উলুবেড়িয়া ও ঘুসুড়িতে। সিমলেস টিউব উত্পাদনের ক্ষেত্রে হলদিয়ার কারখানই বাংলার মধ্যে সবচেয়ে বড়।
লালবাবা সিমলেস টিউবস প্রাইভেট লিমিটেড শুধুমাত্র বিভিন্ন জাতীয় ক্লায়েন্ট যেমন SAIL, BHEL, Tata Steel, Indian Railway, Garden Reach Shipbuilders Ltd., Hindustan Shipyard Ltd, Maruti Suzuki, ISRO, Indian Navy, Godrej, L&T, NTPC- সঙ্গেই শুধু কাজ করে না, তারা আমেরিকা, জার্মানি, ব্রিটেন, ফ্রান্স, বেলজিয়াম, স্পেন, নেদারল্যান্ডস, সংযুক্ত আরব আমিশাহি, শ্রীলঙ্কা ও বাংলাদেশেও ছাপ রেখেছে
আরও পড়ুন: বিগ টেক কোম্পানিগুলির চাপে ঘোর সংকটে ডিজিটাল নিউজ মিডিয়া! নীতি সংস্কারের পথে সরকার..
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)