Vodafone Idea: 'মানুষ 4G-5G নিয়ে ভাবিত নন', শহরে জুড়ছে আরও ৯ স্টোর, আন্তর্জাতিক স্বীকৃতি পেল Vi

Vodafone Idea:  একাধিক সুসংবাদ ভাগ করে নিল ভোডাফোন আইডিয়া ওরফে ভিআই, তালিকায় সাম্প্রতিক পারফরম্য়ান্স থেকে 4G প্রাধান্য়

Updated By: Dec 17, 2024, 04:18 PM IST
Vodafone Idea: 'মানুষ 4G-5G নিয়ে ভাবিত নন', শহরে জুড়ছে আরও ৯ স্টোর, আন্তর্জাতিক স্বীকৃতি পেল Vi

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারতের শীর্ষস্থানীয় টেলিকম অপারেটরদের মধ্যেই ভোডাফোন আইডিয়া ওরফে ভিআই (Vodafone Idea, Vi )। টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া-র (Telecom Regulatory Authority of India, TRAI) নভেম্বরের রিপোর্ট বলছে যে, কলকাতায় ভিআই-এর গ্রাহক সংখ্য়া ৪৪ লক্ষ। বাকি বাংলায় সেই সংখ্য়া ১ কোটি ২০ লক্ষ। 

আরও পড়ুন: মোবাইল ইন্টারনেটের গতির দৌড়ে নেই ভারত-চিন-আমেরিকা, শীর্ষ ৫ স্থানে রয়েছে এইসব দেশ...

ভিআই মঙ্গল দুপুরে তাদের সেক্টর ফাইভের অফিসে সাংবাদিক বৈঠক করে একাধিক ঘোষণা করল। সংস্থার তরফে হাজির ছিলেন নবীন সিংভি (ভোডাফোন আইডিয়ার বিজনেজ হেড, বাংলা, অসম ও উত্তর পূর্ব ভারত)। নবীন বলেন, 'আমরা অত্য়ন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, কলকাতা ও বাংলায় গ্রাহক পরিষেবা দেওয়ায় আমরা দুর্দান্ত পারফর্ম করেছি নভেম্বরে। বিদেশি সংস্থা ওপেনসিগন্যালের বিচারে 4G Video Experience, 4G Live Video Experience, 4G Games Experience, 4G Voice Experience, 4G Download Speed ও 4G Upload Speed বিভাগে আমরাই জয়ী। বাংলায় এই সব বিভাগেই আমরা সবার উপরে। যে রিপোর্ট ওপেনসিগন্যালের ওয়েবসাইটেই রয়েছে।' 

মার্কিনি অ্য়ানালিটিক্স কোম্পানি ওপেনসিগন্যাল। মোবাইল নেটওয়ার্ক অভিজ্ঞতার পরিমাপক হিসেবে যারা কাজ করে। নবীনের কাছে প্রশ্ন ছিল, যেখানে তাদের প্রতিদ্বন্দ্বী অপারেটররা আরও উন্নত মানের 5G পরিষেবা দেওয়ার লড়াইয়ে, সেখানে তাঁরা কেন সেই 4G-তেই পড়ে রয়েছেন? নবীনের উত্তর, 'মানুষ 4G-5G নিয়ে ভাবিত নন, তাঁরা বোঝেন ডেটা এক্সপেরিয়েন্স। 5G নিয়ে আমাদের চিন্তাভাবনা ও কাজকর্ম চলছে ঠিকই, আমরাও পিছিয়ে নেই। তবে আমাদের কাছে এই মুহূর্তে প্রাধান্য় 4G-ই। আমরা 5G নিয়ে সেঅর্থে এখন ভাবিতই নই, গ্রাহকদের রিপোর্ট পেয়ে বুঝেছি যে, তাঁদের অধিকাংশই 4G-তে রয়েছেন' নবীনের মতে বাকি অপরেটাররাও আগের মতো আর 5G নিয়ে চালিয়ে খেলছে না, সকলেই কম-বেশি ধীরে চলো নীতি নিয়েছে। 

কোভিড পরবর্তী সময়ে ভোডাফোন আইডিয়া আর কোনও স্টোর খোলেনি শহরে। কিন্তু আগামী বছর ফেব্রয়ারি-মার্চের মধ্য়েই কলকাতায় আরও Vi Stores জুড়বে ৯টি। এই মুহূর্তে বাংলায় Vi Stores রয়েছে ৩৬টি। ফলে সেই সংখ্য়া হবে ৪৫। Vi Mini Stores রয়েছে ৭৭টি, Vi Shops -এর সংখ্য়া ৩১৫। 

নবীন জানালেন যে, তাঁদের প্রিপেইড গ্রাহকদের মধ্য়ে সবচেয়ে বেশি জনপ্রিয় Vi Super Hero প্ল্য়ান। ৩৬৫ টাকায় ২৮ দিনের রিচার্জ করালে রাত ১২টা থেকে পরেরদিন দুপুর ১২টা পর্যন্ত আনলিমিটেড কলিং থাকছে যে কোনও নেটওয়ার্কে। প্রতিদিন থাকছে ২ জিবি করে ডেটা। কোনও কারণে সোম থেকে শুক্রর মধ্যে ২ জিবি করে ডেটা ব্য়বহার করা না হলে, সেই ডেটা রোলওভার হয়ে যাবে উইকেন্ডের জন্য়। ওদিকে ন্যূনতম ২৯৯ টাকার রিচার্জ করালেই, ভিআই অ্যাপে গিয়ে আগামী ১৩ মাসের জন্য় ১৩০ জিবি ডেটা ফ্রি-তে পাওয়া যাবে। প্রতি মাসে ১০ জিবি করে। এছাড়াও মাসে দু'বার আপত্‍কালীন ডেটা নেওয়া যাবে। নবীনের মতে পোস্টপেইড গ্রাহকদের জন্য় দারুণ প্য়াকেজ REDX, মাসিক ১২০১ টাকার রিচার্জে আনলিমিটেড কল, আনলিমিটেড ডেটার সঙ্গেই থাকে ৩০০০ এসএমএস। এর সঙ্গেই এই প্ল্য়ানে রয়েছে Netflix Basic, Amazon Prime, Disney+ Hotstar, Sony LIV Premium -এর পছন্দের ওটিটি মঞ্চ।

আরও পড়ুন: বিগ টেক কোম্পানিগুলির চাপে ঘোর সংকটে ডিজিটাল নিউজ মিডিয়া! নীতি সংস্কারের পথে সরকার..

 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

.