আত্মনির্ভর ভারত, টুইটারের বদলে ভারতীয়দের হাতে এল 'KOO'

KOO হল একটি micro-blogging প্ল্যাটফর্ম।iOS এবং Google Play Store পাওয়া যাবে। 

Updated By: Feb 10, 2021, 03:00 PM IST
আত্মনির্ভর ভারত, টুইটারের বদলে ভারতীয়দের হাতে এল 'KOO'

নিজস্ব প্রতিবেদন: KOO, ভারতীয়দের হাতে টুইটারের অন্য ভার্সন। কেন্দ্রের বিভিন্ন মন্ত্রী রবি শঙ্ক প্রসাদ এবং রেলমন্ত্রী পীযূষ গোয়েল সহ আরও অনেকে KOO তে অ্যাকাউন্ট খোলার কথা তাদের টুইটার হ্যান্ডেলে জানিয়েছেন। টুইটারের ধাঁচেই তৈরি KOO। 

KOO এর CEO অপরামেয়া রাধাকৃষ্ণা বলেন, “আমরা ২০১৯ সালের নভেম্বর থেকে এই অ্যাপটিতে কাজ শুরু করেছি । আমরা ইন্টারনেটে ভারতীয় ভাষার জোর খাটাতে এই সিদ্ধান্ত নিই।  বিদ্যমান প্ল্যাটফর্মগুলিতে ইংরেজিতে কথা বলা হয়। এই প্ল্যাটফর্মে তা হবে না। নিজের ভাষার প্রতি দক্ষতা দেওয়া হবে।"

KOO হল একটি micro-blogging প্ল্যাটফর্ম।iOS এবং Google Play Store পাওয়া যাবে। 

 

আপনি প্রকাশ্যে কু-তে আপনার মতামত আপনার ভয়েস পোস্ট করতে পারেন। অন্যান্য ব্যবহারকারীদেরও অনুসরণ করতে পারবেন। ফিডে অন্যান্য ব্যবহারকারীদের পোস্ট দেখতে পারবেন।  মোবাইল নম্বর ব্যবহার করে সাইন আপ করতে পারেন। ব্যবহারকারীরা তাদের ফেসবুক, লিংকডইন, ইউটিউব এবং টুইটার ফিডের পাশাপাশি কো প্রোফাইলটিতে লিঙ্ক করার বিকল্প রয়েছে।

 

প্রসঙ্গত, কেন্দ্রের চাপে পড়ে সরকার বিরোধী, ‘খলিস্তানপন্থী’ কিছু অ্যাকাউন্ট বন্ধ করল টুইটার কর্তৃপক্ষ। বুধবার তারা জানিয়েছে, ভারতে কিছু অ্যাকাউন্টকে তারা বন্ধ করেছে। কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রকের চিহ্নিত করে দেওয়া সেই হ্যান্ডেলগুলিকে বন্ধ করা হয়েছে। তবে শুধুমাত্র ভারতের গ্রাহকদেরই অ্যাকাউন্টে প্রভাব পড়েছে। কৃষক আন্দোলন নিয়ে সরব বিদেশিদের হ্যান্ডেলকে বন্ধ করা হবে না বলে জানিয়েছে টুইটার কর্তৃপক্ষ।

Tags:
.