জিও ফোন কিনলেই চমকদার আনলিমিটেড অফার!

Updated By: Aug 25, 2017, 12:07 PM IST
জিও ফোন কিনলেই চমকদার আনলিমিটেড অফার!

ওয়েব ডেস্ক: ডেটার পর এবার কম দামে ৪জি ফোনের বাজারেও যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। অত্যন্ত কম দামে রিলায়েন্স ৪জি ফোন লঞ্চের ঘোষণা করার পর থেকেই অন্যান্য সার্ভিস প্রোভাইডরগুলিও কম দামে ৪জি ফোন নিয়ে আসতে শুরু করে দিয়েছে। ২৪ আগস্ট থেকে রিলায়েন্স জিও ৪জি ফিচার ফোন বুকিং শুরু হয়ে গিয়েছে। যাঁরা যাঁরা রিলায়েন্সের এই ৪জি ফিচার ফোন কিনবেন, তাঁদের জন্য রয়েছে বেশ কয়েকটি আনলিমিটেড অফার। জেনে নিন সেগুলি কী কী-

গ্রাহকদের কাছে রিলায়েন্স জিও ফোন আরও আকর্ষণীয় হয়ে ওঠার কারণ শুধুমাত্র যে কম দামে ৪জি ফোন পাওয়া যাবে তাই নয়। এরই সঙ্গে গ্রাহকরা পেয়ে যাবেন সারা জীবনের জন্য ফ্রি ভয়েস কল এবং আনলিমিটেড ডেটা প্যাক মাত্র ১৫৩ টাকায় ১ মাসের জন্য। তাহলে এত কিছু একসঙ্গে পেতে হলে এখনই বুকিং করে ফেলুন।

 

.