মোবাইল অ্যাপ ব্যবহার করে কীভাবে জানবেন পেনসন সংক্রান্ত তথ্য? জেনে নিন ৫টি ধাপ

অবসরের পর কত টাকা হাতে পাবেন, প্রভিডেন্ট ফান্ডেই বা কত টাকা আছে, এইসব চিন্তা ভাবায় সকলকেই। সহজে প্রভিডেন্ট ফান্ডের সব তথ্য গ্রাহকদের কাছে পৌঁছে দিতে মোবাইল অ্যাপ্লিকেশন নিয়ে এল ইপিএফও(এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অরগানাইজেশন)।

Updated By: Sep 17, 2015, 03:39 PM IST
মোবাইল অ্যাপ ব্যবহার করে কীভাবে জানবেন পেনসন সংক্রান্ত তথ্য? জেনে নিন ৫টি ধাপ

ওয়েব ডেস্ক: অবসরের পর কত টাকা হাতে পাবেন, প্রভিডেন্ট ফান্ডেই বা কত টাকা আছে, এইসব চিন্তা ভাবায় সকলকেই। সহজে প্রভিডেন্ট ফান্ডের সব তথ্য গ্রাহকদের কাছে পৌঁছে দিতে মোবাইল অ্যাপ্লিকেশন নিয়ে এল ইপিএফও(এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অরগানাইজেশন)।

এর তিনটি সার্ভিসের মধ্যে রয়েছে মোবাইল অ্যাপ্লিকেশন, এসএমএস-নির্ভর ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর অ্যাক্টিভেশন ও মিসড কল সার্ভিস।

জেনে নিন কীভাবে জানতে হবে আপনার পেনসন সংক্রান্ত তথ্য-

১. ইপিএফও ওয়েবসাইট থেকে মোবাইল অ্যাপ ডাউনলোড করার পর গ্রাহকদের নিজেদের মোবাইল থেকে ইউএএন অ্যাকাউন্ট অ্যাক্টিভেট করতে হবে। এর সাহায্যে মাসিক জমা রাশি ও ইপিএফও ডিটেলস জানতে পারবেন গ্রাহকরা। ইপিএফ পেনসনভোগীরা এই অ্যাপের সাহায্যে জানতে পারবেন রেমিটেন্স।

২. এসএমএস-বেসড ইউএএন অ্যাকটিভেশন সার্ভিসের সাহায্যে ৭৭৩৮২৯৯৮৯৯ নম্বরে এসএমএস পাঠিয়ে গ্রাহকরা ইউএএন অ্যাকটিভেট করতে পারবেন।

৩. ইউএএন সক্রিয় হলেই ক্রেডিট অ্যালার্ট, পাসবুকের যাবতীয় তথ্যও জানতে পারবেন গ্রাহকরা।

৪. ইপিএফও-র শর্ট কোড এসএমএস সার্ভিস ব্যবহার করে গ্রাহকরা পিএফে দেওয়া রাশির পরিমান জানতে পারবেন। সেইসঙ্গেই ৭৭৩৮২৯৯৮৯৯ নম্বরে এসএমএস পাঠিয়ে জানতে পারবেন পিএফ ব্যালান্সও।

৫. এই সার্ভিসের মাধ্যমে ০১১২২৯০১৪০৬ নম্বরে মিসড কল দিয়ে বাকি তথ্যও জানা যাবে। শুধুমাত্র ইউএএন সদস্যরাই এটা ব্যবহার করতে পারবেন।

 

 

.