সব বাইক, স্কুটারের দাম বাড়াতে চলেছে Hero MotoCorp
সংস্থায় তৈরি বিভিন্ন মডেলের মোটরসাইকেল এবং স্কুটারের নতুন দামের তালিকা ডিসেম্বরের মধ্যেই প্রকাশিত হবে।
নিজস্ব প্রতিবেদন: দু-চাকার গাড়ির দাম বাড়াতে চলেছে ভারতের বৃহত্তম মোটরবাইক নির্মাতা সংস্থা Hero MotoCorp। সোমবার এ কথা ঘোষণা করেছে সংস্থা। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১ জানুয়ারি, ২০২০ থেকে তাদের সংস্থার প্রায় সবকটি মডেলের দাম ২ হাজার টাকা পর্যন্ত বাড়ানো হচ্ছে।
জানা গিয়েছে, সংস্থায় তৈরি বিভিন্ন মডেলের মোটরসাইকেল এবং স্কুটারের নতুন দামের তালিকা ডিসেম্বরের মধ্যেই প্রকাশিত হবে। সম্প্রতি মারুতি সুজুকি ইন্ডিয়া ঘোষণা করে, বাড়তি ব্যয়ের ভার লাঘব করার জন্য আগামী জানুয়ারি থেকে গাড়ির দাম বাড়িয়ে দেবে সংস্থা। মূলত একই কারণে নিজেদের বিভিন্ন মডেলের মোটরসাইকেল এবং স্কুটারের দাম বাড়াতে চলেছে Hero।
আরও পড়ুন: ৬৪ মেগাপিক্সেল ক্যামেরা, 5G নেটওয়ার্ক সাপোর্ট-সহ লঞ্চ হল Redmi K30
বর্তমানে ভারতের বাজারে ৩৯ হাজার টাকা থেকে শুরু করে ১ লক্ষ ৫ হাজার টাকা দামের বিভিন্ন মডেলের মোটরসাইকেল এবং স্কুটার বিক্রি করে Hero। জানুয়ারি মাস থেকে এর প্রত্যেকটিরই দাম অন্তত ২ হাজার টাকা করে বাড়তে চলেছে। মারুতি সুজুকি, Hero MotoCorp-এর মতোই গাড়ির দাম বাড়ানোর পথে হাঁটতে চলেছে Mahindra, Toyota বা Mercedes Benz-এর মতো সংস্থাও।