৬৪ মেগাপিক্সেল ক্যামেরা, 5G নেটওয়ার্ক সাপোর্ট-সহ লঞ্চ হল Redmi K30

আসুন এক নজরে দেখে নেওয়া যাক Redmi K30-এর দাম আর স্পেসিফিকেশন...

Updated By: Dec 11, 2019, 09:10 AM IST
৬৪ মেগাপিক্সেল ক্যামেরা, 5G নেটওয়ার্ক সাপোর্ট-সহ লঞ্চ হল Redmi K30

নিজস্ব প্রতিবেদন: মঙ্গলবার চিনে লঞ্চ হল Xaiomi-এর নতুন স্মার্টফোন Redmi K30। 4G আর 5G— এই দু’রকম ভেরিয়েন্টে চিনে এই ফোন লঞ্চ হয়েছে। মনে করা হচ্ছে, খুব শীঘ্রই ভারতের বাজারেও লঞ্চ করবে Redmi K30। আসুন এক নজরে দেখে নেওয়া যাক Redmi K30-এর দাম আর স্পেসিফিকেশন...

Redmi K30-এর স্পেসিফিকেশন আর দাম:

১) Redmi K30 -এ থাকছে কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ যার মধ্যে রয়েছে একটি ৬৪ মেগাপিক্সেল Sony IMX686 প্রাইমারি সেন্সর + ৮ মেগাপিক্সেল (ওয়াইড অ্যাঙ্গেল লেন্স) + ৫ মেগাপিক্সেল (ম্যাক্রো লেন্স) + ২ মেগাপিক্সেল (ডেপ্থ সেন্সর)। সেলফির জন্য থাকছে ২০ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর।

২) ফোনটির Android ১০ অপারেটিং সিস্টেমের উপর সংস্থার নিজস্ব MIUI 11 স্কিন চলবে।

৩) Redmi K30 ফোনে থাকছে ৪,৫০০ mAh ব্যাটারি। এর সঙ্গেই থাকছে 30W ফাস্ট চার্জ সাপোর্ট।

আরও পড়ুন: FaceApp-এর সাহায্যে ইউজারের ব্যক্তিগত তথ্য হাতাতে পারে রুশ হ্যাকাররা, দাবি FBI-এর

৪) থাকছে ৬.৬৭ ইঞ্চি পাঞ্চ-হোল ডিসপ্লে। এই পাঞ্চ-হোলের নিচে থাকছে সেলফি ক্যামেরা।

৫) ফোনটির 4G ভেরিয়েন্টের দাম শুরু হচ্ছে ১,৫৯৯ ইউয়ান (ভারতীয় মূদ্রায় যা প্রায় ১৬,১০০ টাকা) থেকে। চিনে Redmi K30-এর 4G ভেরিয়েন্টের দাম শুরু হচ্ছে ১,৯৯৯ ইউয়ান (ভারতীয় মূদ্রায় যা প্রায় ২০,১০০ টাকা)।

.