ফেসবুকে আজকাল আর কেউ কিছু শেয়ার করছেন না!
হারিয়ে যাওয়া পুরনো বন্ধুকে খুঁজে পেতে, নতুন বন্ধু পাতাতে ফেসবুকের জুড়ি মেলা ভার। নতুন ড্রেস কেনা থেকে, মনের মানুষের সঙ্গে ডিনার ডেট। কী করে দেখাব বন্ধুদের? উপায় ফেসবুক। ফেসবুকে সেই ছবি পোস্ট হওয়ার পরের মুহূর্ত থেকেই লাইক, কমেন্টের বন্যা। বিয়ের পিঁড়িতে বসেও ঝপাঝপ উঠে পড়ে সেলফি। ঘুরতে গিয়ে অসাধারণ সব ফোটোগ্রাফি। তারপর তা ফেসবুকে শেয়ার।
ওয়েব ডেস্ক : হারিয়ে যাওয়া পুরনো বন্ধুকে খুঁজে পেতে, নতুন বন্ধু পাতাতে ফেসবুকের জুড়ি মেলা ভার। নতুন ড্রেস কেনা থেকে, মনের মানুষের সঙ্গে ডিনার ডেট। কী করে দেখাব বন্ধুদের? উপায় ফেসবুক। ফেসবুকে সেই ছবি পোস্ট হওয়ার পরের মুহূর্ত থেকেই লাইক, কমেন্টের বন্যা। বিয়ের পিঁড়িতে বসেও ঝপাঝপ উঠে পড়ে সেলফি। ঘুরতে গিয়ে অসাধারণ সব ফোটোগ্রাফি। তারপর তা ফেসবুকে শেয়ার।
ছবি, ভিডিও পোস্টের পাশাপাশি ছিল ভিডিও চ্যাটের ব্যবস্থাও। বাজার ধরে রাখতে এবার ফেসবুক নিয়ে এল লাইভ ভিডিও অপশন। কিন্তু, তাও জুকেরবার্গের কপালে চিন্তার ভাঁজ। কারণ ফেসবুকে নাকি আজকাল কেউ আর কিছু শেয়ার করছেন না!
ফেসবুকে শেয়ার করার প্রবণতা কমেছে গত এক বছরে ৫ শতাংশ। আর এনগেজমেন্ট মুহূর্ত, বাচ্চার দুষ্টুমি, খেলা, নিরালায় কাটানো ছুটির মুহূর্তের মত ব্যক্তিগত শেয়ার কমেছে ২১ শতাংশ। এখানেই বিপদের গন্ধ পাচ্ছেন ফেসবুক স্রষ্টা। মানুষ যাতে আবারও তাদের ব্যক্তিগত হাসি-কান্না, আনন্দ-দুঃখ, মজা-খুনসুটির মুহূর্তগুলি ফেসবুকে শেয়ার করে, ফেসবুকের টার্গেট এখন সেটাই। জুকেরবার্গ সংস্থার কর্মচারীদের নির্দেশ দিয়েছেন, কী করে শেয়ারিং আরও বাড়ানো যায় তা নিয়ে অভিনব উপায় বের করতে। প্রাথমিক রিপোর্ট বলছে, ব্যক্তিগত কথার শেয়ারিং কমার পিছনে মূল ইস্যুই হল প্রাইভেসি।