মহিলাদের ওপর নজরদারির অভিযোগে বরখাস্ত ফেসবুকের ইঞ্জিনিয়ার
কেমব্রিজ অ্যানালিটিকা বিতর্কের আবহে তদন্ত করতে দেরি করেনি ফেসবুক। অভিযোগ প্রকাশ্যে আসতেই তদন্তে নামে তারা। অভিযোগের সারবত্তা প্রমাণিত হওয়ায় বরখাস্ত করা হয় ওই ইঞ্জিনিয়ারকে।
ওয়েব ডেস্ক: পেশাদারি অধিকার ব্যবহার করে মহিলাদের ওপর অনৈতিকভাবে নজরদারি চালানোয় চাকরি গেল ফেসবুকের এক ইঞ্জিনিয়ারের। বুধবার ফেসবুকের তরফে আধিকারিকভাবে একথা জানানো হয়েছে।
সম্প্রতি ডেটিং অ্যাপ টিন্ডার-এর একটি স্ক্রিনশটে দেখা যায় ফেসবুকের ওই ইঞ্জিনিয়ার দাবি করছেন, তাঁর কাছে রয়েছে বহু মহিলার ব্যক্তিগত তথ্য। পেশাদারি অধিকার (অপ)ব্যবহার করে একাজ করেছে সে।
তবে কি ফেসবুকেও আসছে 'রাইট সোয়াপ'?
I’ve been made aware that a security engineer currently employed at Facebook is likely using privileged access to stalk women online.
I have Tinder logs. What should I do with this information?
— Jackie Stokes (@find_evil) April 30, 2018
কেমব্রিজ অ্যানালিটিকা বিতর্কের আবহে তদন্ত করতে দেরি করেনি ফেসবুক। অভিযোগ প্রকাশ্যে আসতেই তদন্তে নামে তারা। অভিযোগের সারবত্তা প্রমাণিত হওয়ায় বরখাস্ত করা হয় ওই ইঞ্জিনিয়ারকে।