পাসওয়ার্ড ছাড়াই এবার মোবাইল ব্যাঙ্কিং করুন!

মোবাইল ব্যাঙ্কিং করেন অনেকদিন থেকেই। কিন্তু, এখনও পর্যন্ত এই খবরটাই আপনার কানে পৌঁছায়নি। মোবাইল ব্যাঙ্কিং-এর ক্ষেত্রে এক অভিনব পদক্ষেপ নিতে চলেছে ICICI ব্যাঙ্ক। কীরকম?

Updated By: Jul 29, 2016, 05:04 PM IST
পাসওয়ার্ড ছাড়াই এবার মোবাইল ব্যাঙ্কিং করুন!

ওয়েব ডেস্ক : মোবাইল ব্যাঙ্কিং করেন অনেকদিন থেকেই। কিন্তু, এখনও পর্যন্ত এই খবরটাই আপনার কানে পৌঁছায়নি। মোবাইল ব্যাঙ্কিং-এর ক্ষেত্রে এক অভিনব পদক্ষেপ নিতে চলেছে ICICI ব্যাঙ্ক। কীরকম?

মোবাইল ব্যাঙ্কিং-এ ক্ষেত্রে এবার থেকে আর পাসওয়ার্ডের দরকার পড়বে না। কারণ মোবাইল ব্যাঙ্কিংকে সুরক্ষা দিতে এবার আসছে ভয়েস পাসওয়ার্ড। যার ফলে আর কোনও পিন নম্বরের প্রয়োজন পড়বে না। শুধুমাত্র ভয়েস পাসওয়ার্ড দিলেই আপনার কাজ হাসিল হয়ে যাবে। আর পিন নম্বর মনে রাখার ঝক্কি পোহাতে হবে না। এখন, ভয়েস পাসওয়ার্ড ব্যাপারটা কী?

নির্দিষ্ট ব্যক্তির গলার স্বর চিনে রাখবে ব্যাঙ্ক। এবার ফোন করার পর সেই ব্যক্তির গলার স্বরের সঙ্গে যদি ব্যাঙ্কের কাছে থাকা গলার স্বর মিলে যায়, তাহলেই কেল্লা ফতে। যা করার সব ব্যাঙ্কই করে দেবে। আর কোনও অ্যাকাউন্ট নম্বর, কার্ড নম্বর, টি-পিন নম্বর বা জন্মতারিখ লিখতে হবে না। লাগবে না ডেবিট কার্ডের এক্সপায়ারি ডেট ও CVV নম্বর।

আরও পড়ুন, কার্ড ছাড়াই ATM থেকে টাকা তুলুন!

.