ATM: খরচ বাড়ছে এটিএম ব্য়বহারেরও! বিপাকে ব্যাংকের গ্রাহকরা...

যে ব্যাংকের অ্য়াকাউন্ট, সেই ব্যাংকের এটিএম থেকে পাঁচটি আর অন্য় ব্য়াংকের এটিএমে ৩ লেনদেন করা যায় বিনামূল্য়েই। এরপর প্রতিটি লেনদেনের জন্য় বাড়তি টাকা দিতে হয় গ্রাহকদের। নির্দিষ্ট সময় অ্য়াকাউন্ট থেকেই সেই টাকা কেটে নেয় ব্যাংক কর্তৃপক্ষ।  সিএটিএমআই তরফে বলা হয়েছে, ব্যবসায় বেশি টাকা আনার জন্য এটিএমে লেনদেন পিছু খরচ বাড়ানো প্রস্তাব দেওয়া হয়েছে। কিন্তু প্রস্তাবে যদি শেষপর্যন্ত অনুমোদন দেয় সরকার, তাহলে গ্রাহকদের চাপ বাড়বে অনেকটাই।

Updated By: Jun 14, 2024, 07:47 PM IST
ATM: খরচ বাড়ছে এটিএম ব্য়বহারেরও! বিপাকে ব্যাংকের গ্রাহকরা...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফের চাপ বাড়ছে মধ্যবিত্তের পকেটে। এটিএম ব্যবহারের খরচ বাড়তে চলেছে এবার! কত? লেনদেন পিছু খরচ ২৩ টাকা করার প্রস্তাব দিয়েছে । কনফেডারেশন অফ এটিএম ইন্ডাস্ট্রি বা সিএটিএমআই।

আরও পড়ুন:  Paytm layoffs: ঘুরে দাঁড়িয়েও রক্তক্ষরণ, ক্লান্ত! ২০% কর্মী ছাঁটাইয়ের পথে Paytm

ব্যাংকের সঙ্গে আর্থিক লেনদেন একটি বড় মাধ্যম এটিএম কার্ড। সরকারি হোক কিংবা বেসরকারি, ব্যাংকে অ্য়াকাউন্ট খুললেই গ্রাহকদের দেওয়া হয় এটিএম কার্ড। আগে শুধু টাকা তোলা যেত, এখন এটিএম কাউন্টারে টাকা জমাও দেওয়া যায়। শেষবার এটিএম ব্যবহারের খরচ বেড়েছিল ২০২১ সালে।  সেবার প্রতি লেনদেনে খরচ বাড়ানো হয়েছিল ১৫ টাকা। 

যে ব্যাংকের অ্য়াকাউন্ট, সেই ব্যাংকের এটিএম থেকে পাঁচটি আর অন্য় ব্য়াংকের এটিএমে ৩ লেনদেন করা যায় বিনামূল্য়েই। এরপর প্রতিটি লেনদেনের জন্য় বাড়তি টাকা দিতে হয় গ্রাহকদের। নির্দিষ্ট সময় অ্য়াকাউন্ট থেকেই সেই টাকা কেটে নেয় ব্যাংক কর্তৃপক্ষ।  সিএটিএমআই তরফে বলা হয়েছে, ব্যবসায় বেশি টাকা আনার জন্য এটিএমে লেনদেন পিছু খরচ বাড়ানো প্রস্তাব দেওয়া হয়েছে। কিন্তু প্রস্তাবে যদি শেষপর্যন্ত অনুমোদন দেয় সরকার, তাহলে গ্রাহকদের চাপ বাড়বে অনেকটাই।

আরও পড়ুন:  Cyber Fraud: সর্বনাশ! অচিরেই বন্ধ হয়ে যাচ্ছে ১৮ লক্ষ সিম কার্ড! আপনার নম্বরটিও তালিকায় আছে কি না, দ্রুত জেনে নিন...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.