এভাবেই নাকি হোয়াটসঅ্যাপের গোপনীয়তা ভাঙা যায়!

হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন? আজকের মানুষ তো? তাই নিশ্চই করেন! তাই আপনার এই তথ্যটি জেনে রাখা অত্যন্ত জরুরী। কিন্তু কেনও?

Updated By: Jul 29, 2016, 08:28 PM IST
এভাবেই নাকি হোয়াটসঅ্যাপের গোপনীয়তা ভাঙা যায়!

ওয়েব ডেস্ক : হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন? আজকের মানুষ তো? তাই নিশ্চই করেন! তাই আপনার এই তথ্যটি জেনে রাখা অত্যন্ত জরুরী। কিন্তু কেনও?

হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে জানানো হয়, আপনার করা প্রতিটি ম্যাসেজে চুড়ান্ত গোপনীয়তা বজায় রাখা হবে। আপনি এবং আপনি যার সঙ্গে কথা বলছেন এই দু'জন ছাড়া তৃতীয় ব্যক্তি এর সম্পর্কে জানতে পারবেন না। সেই সঙ্গে এটাও বলা হয়, একবার ডিলিট করা মেসেজ চিরতরে মুছে যায় হোয়াটসঅ্যাপ থেকে।

আরও পড়ুন- হোয়াটস অ্যাপে আসতে চলেছে আরও ১০টি দারুন ফিচার্স

কিন্তু এই তথ্যটিকে সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছেন একজন গবেষক। তাঁর দাবি, হোয়াটসঅ্যাপ থেকে ডিলিট করে ফেলা মেসেজ প্রোয়জনে সহযেই বের করে ফেলতে পারেন গোয়েন্দারা। তার জন্য হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষকে শুধুমাত্র একটি চিঠি দিতে হবে। আর তাতেই কেল্লাফতে। মিলে যাবে মুছে যাওয়া মেসেজও। গবেষণায় আরও উঠে এসেছে ডিলিট করার পরও মেসেজগুলো SQLite লাইব্রেরিতে গিয়ে জমা হয়। আর সেখান থেকেই তা ফেরত পাওয়া যায়।

.