নিয়মের গেরোয় আটকে ৪ ঘণ্টা রেললাইনে পড়ে মৃত্যু যুবকের

নিয়মের গেরোয় আটকে ৪ ঘণ্টা রেললাইনে পড়ে মৃত্যু হল যুবকের। সময়ে চিকিত্সা হলে যুবকের মৃত্যু হত না বলে দাবি GRP-র। সপ্তগ্রাম রেল গেট পার হওয়ার সময় ট্রেনে ধাক্কা খান অজ্ঞাতপরিচয় এক যুবক। সকাল ৮টা ৫০ নাগাদ ব্যান্ডেল স্টেশন মারফত খবর পায় GRP। দু'জন পুলিস সহ পোর্টার আসে।

Updated By: Jul 8, 2017, 10:27 PM IST
নিয়মের গেরোয় আটকে ৪ ঘণ্টা রেললাইনে পড়ে মৃত্যু যুবকের

ওয়েব ডেস্ক : নিয়মের গেরোয় আটকে ৪ ঘণ্টা রেললাইনে পড়ে মৃত্যু হল যুবকের। সময়ে চিকিত্সা হলে যুবকের মৃত্যু হত না বলে দাবি GRP-র। সপ্তগ্রাম রেল গেট পার হওয়ার সময় ট্রেনে ধাক্কা খান অজ্ঞাতপরিচয় এক যুবক। সকাল ৮টা ৫০ নাগাদ ব্যান্ডেল স্টেশন মারফত খবর পায় GRP। দু'জন পুলিস সহ পোর্টার আসে।

আরও পড়ুন- টিকিট দালাল চক্রের রমরমায় বৈধ টিকিটও অবৈধও, চরম হেনস্থা

কিন্তু আহতকে না তুলে তার ছবি তুলে অ্যাম্বুলেন্স নিয়ে ফিরে আসে তারা। স্টেশন মাস্টারকে দেয় সেই ছবি। রেল চিকিত্সককে হোয়াটসঅ্যাপ করে পাঠানো হয় যুবকের ছবি। ছবি দেখেই যুবককে মৃত বলে ঘোষণা করে তিনি। দুপুর একটা নাগাদ দেহ উদ্ধার করে GRP। যখন পোর্টাররা ঘটনাস্থলে যায়, তখনও যুবক বেঁচে ছিল। আহতকে দ্রুত চিকিত্সা না করে নিয়ম পালন করা নিয়ে প্রশ্ন উঠেছে রেলের বিরুদ্ধে। ঘটনার তদন্তের আশ্বাস দিয়েছেন ব্যান্ডের জিআরপির ওসি সুরেশ ভৌমিক।

.