রাতে গ্রামে হাতির হানা, চালের সঙ্গে ব্যাঙ্কের বই-আধার কার্ডও খেয়ে ফেলল হাতি
শনিবার রাতে শিলিগুড়ির বৈকন্ঠপুর জঙ্গলের আমবাড়ি রেঞ্জের শিমুলগুড়ি গ্রামে হানা দেয় হাতি
নিজস্ব প্রতিবেদন: হাতি লোকালয়ে ঢুকে তাণ্ডব করে একথা প্রায়ই শোনা যায়। কিন্তু তা বলে এনআরসি-র সময়ে এমন কাণ্ড!
আরও পড়ুন-করোনা ভাইরাস আক্রান্তদের রাখা হবে বিশেষ আইসোলেশন ওয়ার্ডে, তৈরি মেডিক্যাল কলেজ
শনিবার রাতে শিলিগুড়ির বৈকন্ঠপুর জঙ্গলের আমবাড়ি রেঞ্জের শিমুলগুড়ি গ্রামে হানা দেয় হাতি। তাণ্ডব চালায় ফিরা ওঁরাও নামে এক ব্যক্তির বাড়িতে। হাতির তোলপাড়ে ফিরার ঘর ভেঙে চুরমার। তাণ্ডব সেরে হাতি ফিরে যেতেই চোখ কপালে ওঠে ফিরা-র।
ঘরে ফিরে ফিরা দেখেন ঘরে থাকা ১৫ কিলো চাল খেয়ে গিয়েছে হাতি। সেই চালের পাত্রেই রাখা ছিল ফিরা ওঁরাওয়ের ব্যাঙ্কের পাসবই, আধার কার্ড। সেসবও চালের সঙ্গে গিয়েছে হাতির পেটে। চালের পাত্রটি পাওয়া গেলেও ওই সরকারি নথি হাওয়া।
আরও পড়ুন-দেওঘর থেকে গ্রেফতার পেটিএম জালিয়াতি কাণ্ডের মাস্টারমাইন্ড বিনোদ
সংবাদমাধ্যমে ফিরা জানান, রাতে আচমকাই হামলা চালায় হাতি। ভয় বাড়ি থেকে পালিয়ে যাই। এর মধ্যেই হাতি এসে ঘর ভেঙেছে, ঘরে থাকা চাল খেয়েছে। আর চালের সঙ্গে থাকা আধার কার্ড ও ব্যাঙ্কের বই খেয়ে ফেলেছে। এর আগেও বেশ কয়েকবার হামলা চালিয়েছে হাতি।