Weather Today: আজও বৃষ্টি সতর্কতা রাজ্যে, কতদিন চলবে দুর্যোগ?

কলকাতায় আজ সারাদিন কালো মেঘের আনাগোনা থাকবে। সপ্তাহের মধ্যভাগেও তিলোত্তমায় দিনভর আকাশের মুখভার থাকার সম্ভাবনা রয়েছে। আজ হালকা থেকে মাঝারি বৃষ্টি । দু'এক পশলা ভারী বৃষ্টিও হতে পারে।

Updated By: Sep 14, 2022, 09:04 AM IST
Weather Today: আজও বৃষ্টি সতর্কতা রাজ্যে, কতদিন চলবে দুর্যোগ?
প্রতীকী ছবি

অয়ন ঘোষাল: আপাতত বৃষ্টি থেকে মুক্তি নেই। দিনভর মেঘলা আকাশ শুধু নয়, সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিও হবে রাজ্যে। কোথাও কোথাও  দু-এক পশলা ভারী বৃষ্টিও হতে পারে বলে খবর। দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের পনেরো জেলায়  বৃষ্টির সতর্কতা রয়েছে আজ সন্ধে পর্যন্ত, আলিপুর দফতর সূত্রে এমনটাই খবর। কলকাতায় আজ সারাদিন কালো মেঘের আনাগোনা থাকবে। সপ্তাহের মধ্যভাগেও তিলোত্তমায় দিনভর আকাশের মুখভার থাকার সম্ভাবনা রয়েছে। আজ হালকা থেকে মাঝারি বৃষ্টি । দু'এক পশলা ভারী বৃষ্টিও হতে পারে। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৯ ডিগ্রি সেলসিয়াস। গতকাল  সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ ছিল সর্বাধিক ৯৭ শতাংশ।  বৃষ্টি হয়েছে ২.৪ মিলিমিটার।

আরও পড়ুন, Mamata Banerjee: বিজেপির নবান্ন অভিযানে ধুন্ধুমার; 'বেলুন ফুটো হয়ে গিয়েছে', কটাক্ষ মুখ্যমন্ত্রীর

কোথায় কোথায় বৃষ্টির সতর্কতা জারি হয়েছে?

আজও ভারী বৃষ্টির সর্তকতা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা,  পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে। হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, নদিয়া এবং বীরভূম জেলাতেও কয়েক দফা ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি সব জেলাতেই। আজ দার্জিলিং, মালদা, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মালদা ও দুই দিনাজপুরে  বুধবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, নিম্নচাপ এখন মধ্যপ্রদেশের মধ্যভাগে অবস্থান করছে। আর একটি সুস্পষ্ট নিম্নচাপ অক্ষরেখা ঝাড়খন্ড হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত অবস্থান করছে। যার প্রভাবে ১৪ তারিখ, বুধবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দক্ষিণ ২৪ পরগনায়। আর ভারী বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, নদিয়ায়। ১৪ তারিখের পর থেকে বৃষ্টি একটু কমবে। উপকূল অঞ্চলে হাওয়া থাকবে। সতর্কতা মূলক ব্যবস্থা হিসেবে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। উত্তরে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, দার্জিলিংয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে

মৌসম ভবন সূত্রে খবর, নিম্নচাপ ক্রমশ শক্তি হারাচ্ছে। বর্তমানে মধ্যপ্রদেশে অবস্থান সুস্পষ্ট নিম্নচাপের। মৌসুমী অক্ষরেখা রাজস্থানের জয়সলমীর থেকে দিয়ে অম্বিকাপুর, রাঁচি হয়ে দিঘার উপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে মহারাষ্ট্র ও গোয়া উপকূলে আরব সাগরে। এই ঘূর্ণাবর্ত থেকে একটি নিম্নচাপ অক্ষরেখা মধ্য বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত। অক্ষরেখাটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ঝাড়খন্ড এবং মধ্যপ্রদেশের নিম্নচাপের উপর দিয়ে গেছে যার জেরে এই বৃষ্টি।

আরও পড়ুন, WATCH: জাতীয় সড়কে উলটে গেল মদবোঝাই গাড়ি! হুলস্থুল কাণ্ড জলপাইগুড়িতে

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.